1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়ার ঘূর্ণি প্রশ্ন //  সাইফুল ইসলাম সরকার পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন নলছিটিতে দিনব্যাপী কার্পজাতীয় মাছ চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত পলাশে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা পলাশে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

কিংবদন্তি অভিনেত্রী শবনমের জন্মবার্ষিকী আজ

ফাল্গুনী ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ঝর্ণা বসাক নামটি অপরিচিতই মনে হয়। তবে একই ব্যক্তির নামই যখন শবনম। তখন আর চিনতে বাকি থাকে না। ৬০-এর দশকে পূর্ব ও পশ্চিম বাংলায় যিনি পর্দা কাপানো অভিনেত্রী। শক্তিমান অভিনেত্রী শবনমের জন্মদিন আজ (১৭ আগস্ট) । ১৯৪৬ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহন করেন তিনি।
ঝর্ণা বসাকে বাবা ছিলেন ফুটবল খেলায় চৌকস রেফারি। দক্ষ স্কাউট প্রশিক্ষক। গুণী পিতার কন্যা শবনম শৈশবেই বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছিলেন। এক অনুষ্ঠানে তার নাচে মুগ্ধ হয়ে চিত্র পরিচালক এহতেশাম ‘এদেশ তোমার আমার’ ছবির মাধ্যমে ঝর্নাকে পর্দায় আনেন। এর কিছু ছবিতে অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয়। এহতেশামের ভাই মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ১৯৬১ সালে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শবনম। এ ছবির মাধ্যমেই ঝর্ণা বসাক পাল্টে নাম হয় শবনম।
‘হারানো দিন’ ব্যাপক জনপ্রিয়তা পায়। পরের বছর ঢাকায় নির্মিত উর্দু চলচ্চিত্র ‘চান্দা’র মাধ্যমে সমগ্র পাকিস্তানে রাতারাতি তারকাখ্যাতি পান শবনম। ১৯৬৩ সালের ‘তালাশ’ ওই সময়ের সর্বাপেক্ষা ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে।
ষাটের দশকের মাঝামাঝি সময়ে শবনম পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত হন। ১৯৬৮ সাল থেকে পশ্চিম পাকিস্তানের করাচিতে স্থায়ীভাবে বাস করতে থাকেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেখানেই থেকে যান। পাকিস্তানে আশির দশকের শেষ পর্যন্ত প্রবল প্রতাপে একচ্ছত্র প্রাধান্য বিস্তার করেছিলেন তিনি। এর পর ঢাকায় চলে আসেন। দেশে ফিরে হাতেগোনা কিছু ছবিতে অভিনয় করেন। সর্বশেষ দেখা যায় কাজী হায়াতের ব্লকবাস্টার সিনেমা ‘আম্মাজান’-এর নাম ভূমিকায়।
ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে শবনম-রহমান জুটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। আজও এই জুটিকে স্মরণ করা হয়। অন্য দিকে পাকিস্তান মনে রেখেছেন শবনম-নাদিম ও শবনম-ওয়াহিদ মুরাদ জুটিকে। এখনো সে দেশের নানান অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন।
শবনম অভিনীত বাংলা চলচ্চিত্রের মধ্যে রয়েছে আমার সংসার, কারণ, আম্মাজান, কখনো আসেনি, চোর, জোয়ার ভাটা, জুলি, নাচঘর, নাচের পুতুল, রাজা সন্ন্যাসী, হারানো দিন, শর্ত, সন্ধি ও সহধর্মিণী। উর্দু ছবির মধ্যে আছে আখেরি স্টেশন, আসরা, আনমল মোহাব্বত, আনাড়ি, আজ অউর কাল, আয়না, আবশার, আই লাভ ইউ, ইন্তিখাব, এহসাস, কারাবান, কাজল, কাভি আল বিদা না ক্যাহনা, খুবসুরত, চান্দা, চলতে চলতে, জাঞ্জীর, তালাশ, দর্শন, প্রীত না জানে রীত, পয়সে ও মেরে হামসফর। এ ছাড়া পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেন।
পাকিস্তানের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখায় শবনম সম্মানসূচক পুরস্কার হিসেবে মোট ১২ বার নিগার পুরস্কার লাভ করেন। এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। এ ছাড়া ২০১৯ সালের লাক্স স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
সংগীত পরিচালক রবিন ঘোষের সাথে ১৯৬৪ সালের ২৪ ডিসেম্বর বিয়েবন্ধন ঘটে। ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি মারা যান রবিন। ঝর্ণা বসাক-রবিন দম্পতির ঘরে একমাত্র সন্তান রনি ঘোষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং