1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ছোট গল্প________ “সংসার ধর্ম সকলের জন্য নয়” (✒️এস এম মনিরুজ্জামান আকাশ) (দ্বিতীয় পর্ব) হরিপুরে সাবেক ব্যাংক কর্মকর্তার গলায়  ফাস দিয়ে আত্মাহত্যা ঠাকুরগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরে নতুন কমিটি সভাপতি স্বপন কুমার সম্পাদক যামিনী রায় গাইবান্ধায় প্রয়াত বিএনপি,র নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা নরসিংদীতে বিএনপি নেতা সুমনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইউএনও’র নির্দেশে মন্দিরের জায়গায়  রাস্তা নির্মাণের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ মিছিল পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের তদন্ত অনুষ্ঠিত ছোট গল্প________ “সংসার ধর্ম সকলের জন্য নয়”// এস এম মনিরুজ্জামান আকাশ উন্নত, বৈষম্যহীন ও সম্প্রীতির বাগমারা গড়তে চায়,গনসংযোগে ডাঃ আব্দুল বারী নলছিটিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের সচেতনামূলক সভা অনুষ্ঠিত

চিকিৎসক সংকটে নিজেই সিজার অপারেশন করছেন সিভিল সার্জন মাসিক মিটিং আর জেলায় হবে না এখন থেকে হবে উপজেলায় উপজেলায়

এ. রায়হান রকি
  • প্রকাশিত: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের স্বাস্থ্য বিভাগকে জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে সিজার অপারেশনের পাশাপাশি আরও নানা উদ্যোগ নেয়া হয়েছে। হাসপাতাল ক্যম্পাসকে আরও পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধিত করার জন্য ইতিমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী বলেন, আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গত ১৩ জুলাই যোগদান করেছি। এখানকার স্বাস্থ্য বিভাগের অবস্থা যা ছিলো তা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। স্বাস্থ্য সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মাসিক মিটিং এর ব্যাবস্থা গ্রহন করেছি। এতে একে অপরের ভালো দিক গুলোকে বেছে নিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে তা প্রয়োগ করবে এই প্রত্যাসায় প্রতিটি উপজেলায় উপজেলায় মাসিং মিটিং এর আয়োজন চলমান থাকবে।
তিনি বলেন, টেকশই উন্নয়নের ক্ষেত্রে আমাদের মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে হবে। চিকিৎসক সংকটের কারণে দরীদ্র অনেক প্রসুতি মাকে এই সেবা থেকে বঞ্চিত হতে হয়। তাদেরকে বেসরকারী হাসপাতাল বা ক্লিনিকের আশ্রয় নিতে হয়। ফলে তাদের ব্যায় বেড়ে যাবার পাশাপাশি সঠিক চিকিৎসার সংকটে পড়তে হয়। জেলায় লোকবল কম থাকার কারনে একটু সমস্যা সৃষ্টি হচ্ছে তবে আমি ইতিমধ্যে লোকবলের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। লোকবল কম থাকার কারণে সপ্তাহে একদিন করে বিভিন্ন উপজেলায় সিজারিয়ান কার্যক্রম চলমান রেখেছি। আমি নিজেই প্রসুতি মায়েদের সিজার অপারেশন করছি। পঞ্চগড়ে যোগদানের পর তিনি এই উদ্যোগ গ্রহন করে সকল জনগনকে তাক লাগিয়ে দেন তিনি।
এ পর্যন্ত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি সিজার অপারেশন সম্পন্ন করেছি। পর্যায় ক্রমে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয় সচেতনমহল সিভিল সার্জনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন সিভিল সার্জন আমাদের জেলায় প্রয়োজন। তিনি আশার অল্প কিছুদিনের মধ্যে যে ভাবে হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক গুলোতে পরিদর্শন করেছেন তাতে করে স্বাস্থ্য সেবা মানুষের দোর গোরায় পৌছে দিতে সক্ষম হবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত