ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাপ্তাহিক দুটি পশুর হাট কাতিহার ও নেকমরদ হাটে দুই দিনের ব্যবধানে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারকে ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২০ আগষ্ট) দুপুরে নেকমরদ পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা। জানা গেছে, শনিবার কাতিহার পশুর হাট ও নেকমরদ হাট সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল প্রতি ৯০ টাকা নেওয়ায় নিয়ম থাকলেও তা উপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৪৫০ টাকা ও ছাগল প্রতি ১৭০ টাকা টোল আদায় করছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকা আদায় না করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে কাতিহার হাটের ইজারাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ও ৪০ ধারা মোতাবেক ৬০ হাজার ও নেকমরদ পশুরহাটে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাট ইজারাদারকে সতর্ক করে দেওয়া হয়েছে পরবর্তীতে যেন অতিরিক্ত টোল আদায় না করে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং