আমাদের আটোয়ারী উপজেলার মেয়ে “মৌরী আফসানা মিমি।”
রাশিয়ার Patrice lumumba people’s friendship University তে General Medicine এ সম্পূর্ণ সরকারি বৃত্তিতে অধ্যায়নের সুযোগ পেয়েছেন।
আগামী ২৯ আগস্ট রাশিয়ার উদ্দেশ্যে গমন করবেন।
এর আগে তিনি ভারতের দিল্লী বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি বিভাগে অধ্যায়নরত ছিলেন।
আটোয়ারী বাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা রইলো আন্তর্জাতিক মানের ভবিষ্যত এই ডাক্তারের জন্য।
আশা করি আপনার হাত ধরেই পঞ্চগড় তথা বাংলাদেশের কল্যাণ ও সুনাম বয়ে আসবে ইনশাআল্লাহ।