ষ্টাফ রিপোর্টার।। কক্সবাজারে আবাসিক হোটেল থেকে সাবেক আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকালে শহরের হলিডে মোড়ে সানমুন হোটেলের ২০৮ নং কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়।
সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি একই এলাকায় বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, কক্সবাজার শহরের হলিডে মোড়ে অবস্থিত সানমুন হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে সাইফ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে হোটেল কর্তৃপক্ষ লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।
মারা যাওয়ার আগে সাইফ উদ্দিন নিজের ফেসবুক আইডিতে লিখেন, ২০০০ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে মিথ্যা হয়রানিমূলক মামলায় তিন বছর জেল খাটার পর প্রায় ২৪ বছর ধরে মামলার হাজিরা দিয়ে আসছেন। তারপরও শান্তি নেই। আর কত বছর হয়রানির শিকার হতে হবে আল্লাহ জানে। আওয়ামী লীগ আজ ক্ষমতায় ১৫ বছর।