ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ে দুই প্রেমিকের দ্বন্দ
নতুন প্রেমিকের মারধরের শিকার হয়েছেন পূরাতন প্রেমিক।
দুই প্রেমিকের দ্বন্দের জের ধরে পূরাতন প্রেমিক কে কৌশলে ডেকে নিয়ে রাতের আধাঁরে হত্যার উদ্দেশ্যে মারধরের ঘটনা ঘটেছে।এ ঘটনায় পূরাতন প্রেমিক গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যালে ভর্তি রয়েছেন।আহত প্রেমিক হচ্ছেন পঞ্চগড় সদর উপজেলার রফিকুল ইসলামের ছেলে সুজন রহমান (২১)। আগামি ২৭ আগস্ট পঞ্চগড় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হতে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো। কিন্ত কোমরের হাড় ভেঙ্গে যাওয়া এবং কিডনিতে মারাত্মক যখম হওয়ায় তার পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।আর এ ঘটনাটি ঘঠেছিলো পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদের ভান্ডারুগ্রাম নতুন চাকলায়। স্থানীয়সূত্রে জানা যায় গত ২০ আগস্ট রাতে সিফাত নামে এক কিশোর সুজন রহমানের সাথে প্রেমিকার অভিনয় করে মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এ সময় সিফাত তার সাঙ্গ পাঙ্গ নিয়ে সুজনকে লাঠিপেটা করে ঘারও পেটে আঘাত করেন।
সুজনের ভাই সোহাগ গণমাধ্যম কর্মীদের জানান আমার ভাই একবছর আগে ফুল নামের একজন কিশোরীর সাথে সম্পর্ক ছিল। কিন্তু ফুল অন্য একজনের সাথে মোবাইলে কথা বলার বিষয়টি সুজন জেনে যাওয়ার পর তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেন। সুজন রাজধানী ঢাকাতে ঔষধের দোকানে চাকরি করছিল। শুধু মাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাড়িতে আসেন। এর মাঝেই সিফাত ডেকে নিয়ে ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। সোহাগ বলেন আমার ছোটভাই সুজনের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হবে না।সুজনের চাচা শাহাজাহান গণমাধ্যম কর্মীদের জানান সিফাত কৌশলে মোবাইলে এসএমএস করে তার বাড়ির পাশে সুজনকে ডেকে নিয়ে পাঁচ থেকে ছয়জন মিলে তার ওপর ঝাপিঁয়ে পড়ে কিল ঘুষি মারতে থাকেন। খবর শুনে আমি সুজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমার ধারনা সিফাত পূরাতন প্রেমিক কে সহ্য করতে পারেনা বলেই সুজনের উপর হামলা চালিয়েছে।এ ঘটনায় সুজন রহমানের বাবা রফিকুল ইসলাম গতকাল বাদী হয়ে নতুন প্রেমিক সিফাত সহ পাঁচজনকে আসামী করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রাশিদুল আলম চৌধূরী জানান আসলে একটি মেয়ের সাথে প্রেমের ঘটনা । বিষয়টি তদন্ত করা হচ্ছে।পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান এই ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন । আসামীদের ধরতে অভিযান চলছে।