নিজস্ব প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সংবাদ প্রকাশের জেরে ছাত্রলীগের
আনারুল,মামুন,লিক্ন,লিটনসহ এরা মাদক সেবন কারীও মাদক বিক্রির সাথে জড়িত হয়েছে এবং হামলা করার সময় মদপান করা অবস্তায় ছিলেন বলে জানান উপস্থিত থাকা সাধারণ মানুষ গণ।
অনলাইন নিউজ পোর্টাল দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধির উপর আতর্কিত হামলা করেছে |
২৫ আগষ্ট ( শুক্রবার) রাত ৮ টায় বালিয়াডাঙ্গী শহরের থানা রোড পুরাতন কৃষি ব্যাংকের সামনে এই আতর্কিত হামলাটি করেন | কেন মারধর করছেন ছাত্রলীগের ছেলেদের জিজ্ঞাসা করলে তারা বলেন উপরের নির্দেশ | হামলার ফলে সাংবাদিক আব্দুল কাদের গুরুত্তর আহত হয়েছেন |
আহত সাংবাদিক কাদের বলেন, আজ সন্ধ্যা ৮ টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের উদ্দেশ্যে রওয়ানা দেই।