পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে প্রায় বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া কাজীপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে গোলাম মোস্তফা গোলাপ (৫৩) ও আটোয়ারী উপজেলার ভুজারিপাড়া এলাকার মনিন্দ্রনাথের ছেলে পিজুস সরকার (৪২)। বুধবার দুপুরে আটককৃত তক্ষক চক্রের দুই সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া বিকেলে তক্ষকটি বনবিভাগের বাঁশ বাগানে অবমুক্ত করা হয়।
পুলিশ সূত্র থেকে জানাযায় , মঙ্গলবার রাত প্রায় সাড়ে ৮ টায় দিকে বোদা পৌরসভার জমাদারপাড়া এলাকায় গোলাম মোস্তফা ও পিজুস সরকার তক্ষকটি নিয়ে অবস্থান করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার উপপরিদর্শক মনজুরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে একটি দল অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছে থাকা একটি শপিং ব্যাগে ওই তক্ষকটি উদ্ধার করা হয়। তক্ষকটি ভারতে পাচারের উদ্দেশ্যে চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
এদিকে বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল মিল্টন হোসেনের উপস্থিতে সামাজিক বন বিভাগ পঞ্চগড় কার্যালয় চত্বরের বাঁশ বাগানে তক্ষকটি অবমুক্ত করা হয়। সামাজিক বন বিভাগ পঞ্চগড়ের রেঞ্জ কর্মকর্তা মধুসুধন বর্মনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা মধুসুধন বর্মন বলেন, তক্ষকটি লম্বায় ১৩ ইঞ্চি। এটি টিকটিকি গোত্রের একটি প্রাণী। লেজে অবহোয়াই ও খয়েরি ডোরাকাটা দাগ রয়েছে। পা মাথা ও শরীরে খয়েরি ও সাদা রঙের ফোটা ফোটা ছাপ রয়েছে। প্রতারক চক্র এই প্রাণীটিকে লাখ লাখ টাকায় বিক্রি করে মানুষকে প্রতারিত করে।