ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান মন্ত্রীর কল্যান তহবিল থেকে ৫০ লক্ষ টাকার অনুদান নিয়ে বিদেশে চিকিৎসা করাতে গেছেন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আদালতে ৫শ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।
জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জয়নাল আবেদীন বৃহস্পতিবার দুপুরে বাদী হয়ে ফেসবুকে অপপ্রচার চালানো যুবক মেহেদী হাসান রনিকে অভিযুক্ত করে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন।
মামলার আসামী মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে বলে মামলার বিবরনে জানাযায়।
মামলার বাদী জয়নাল আবেদীন বলেন, একজন সুনামধন্য রাজনীবিদের বিরুদ্ধে সরকারি মদদে মিথ্যা বানোয়াট তথ্য প্রকাশ করায় ৫শ কোটি টাকার মানহানি হয়েছে। একারণে দন্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় মেহেদী হাসান রনির নামে মামলা দায়ের করলে মামলাটি অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং