1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা – রাশেদ প্রধান পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সম্মেলন সভাপতি দাউদ, সাধারণ সম্পাদক বাবু এ মেলায় সকলের সম্পৃক্ততা নেই- এটা মনে হচ্ছে বিএনপি’র মেলা – রাণীশংকৈলে মির্জা ফয়সাল মনুষ্যত্বের মানবতা // সিরাজুল রিক্সাচালক গোবিন্দগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু তসিবার গানে মডেল প্রিয়া অনন্যা ও মুন্না খান যে মাঠে ১৪৪ ধারা জারি সে মাঠে বৈশাখী মেলার বাড়ী বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করেছে বিজিজেএ কেন্দ্রীয় কমিটি ভবিষ্যতের বাংলাদেশ ফ্যাসিস্টের জন্য আর কোন জায়গা দেবে না -ব্যারিস্টার নওশাদ জমির বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে প্রত্যাশা

সুসজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবলের ‘রাজকীয়’ বিদায়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পড়া হয়েছে

ঝড় প্রতিবেদন।। দীর্ঘ ৩৭ বছর ৮ মাস ২৬ দিনের কর্মজীবন শেষে অবসর নিয়েছেন পুলিশ কনস্টেবল বশির আহমেদ। আর বিদায় বেলায় পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। হবিগঞ্জের পুলিশ সুপারের উদ্যোগে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক এ বিদায়ী সংবর্ধনা আয়োজন করেন।

শনিবার থানা চত্বরে বশির আহমেদের বিদায় সংবধর্নার আয়োজন করা হয়। তার অবসরকে স্মরণীয় করে রাখতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে চুনারুঘাট থানা-পুলিশ।

চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া থানার অন্যান্য কর্মকর্তা ও বশির আহমেদের স্ত্রী-কন্যাও তার বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন।

বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত গাড়িতে করে চুনারুঘাট থানার পক্ষ থেকে বশির আহমেদকে নিজ বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায় পৌঁছে দেওয়া হয়। দুপুরের দিকে তিনি গ্রামের বাড়ি পৌঁছান।

এর আগে সকালে চুনারুঘাট থানায় তাকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

কানাইঘাট উপজেলার বায়মপুর গ্রামের মৃত মৌলভী মহসিন মিয়ার ছেলে বশির আহমেদের জন্ম ১৯৬৬ সালে। পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। বশির আহমেদ ১৯৮৫ সালের ৫ ডিসেম্বর কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। এরপর দেখতে দেখতে পেরিয়ে গেছে ৩৭ বছর ৮ মাস। চট্টগ্রামে যোগদানের পর একে একে বান্দারবান, সিলেট রেঞ্জ অফিস, হবিগঞ্জ সদরে এবং সর্বশেষ চুনারুঘাট থানায় দায়িত্ব পালন করেন তিনি।

বশির আহমেদ দুই মেয়ের জনক। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। আর ছোট মেয়ে হবিগঞ্জ মেডিকেল কলেজে পড়াশোনা করছে।

কর্মজীবন শেষে এমন আয়োজনে মুগ্ধ বশির আহমেদ বলেন, পুলিশের চাকরিতে একজন কনস্টেবলের অবসর সাধারণ ঘটনা। সাধারণত কনস্টেবলদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয় না। কিন্তু আমার বেলায় ভিন্ন ঘটনা ঘটল। বিদায় সংবর্ধনাটি জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আমাকে বিদায় দেওয়া হবে কখনও ভাবিনি।

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, অবসরকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়। বিদায়বেলায় তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং