1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পঞ্চগড়ের বোদায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালিত গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের ৩ ঘন্টা পর উদ্ধার গ্রেফতার ১ বিএনপি ক্ষমতায় গেলে নিরাপদে থাকবে সনাতনী ধর্মাবলম্বীরা দীর্ঘ সংগ্রাম আর রক্তের বিনিময়ে আমরা ডাইনি হাসিনা থেকে রেহাই পেয়েছি ……ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নদীর জমি থেকে বসতভিটা সরিয়ে নিতে ৩৪ জনকে নোটিশ পীরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ পীরগঞ্জে ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ দিল্লি আর আওয়ামী দোসরদের দৌরাত্ম্য চলবে না – রাশেদ প্রধান আক্কাসের পালিত কিশোর গ্যাংয়ের হামলা: ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুলের বাড়িতে ভাংচুর ও লুটপাট, ২ জন আটক আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাইনা// সংষ্কার কি? আমি বুঝিনা, নির্বাচনের সঠিক রোডম্যাপ দেন …………………..ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালন

আমেরিকা প্রবাসীর অর্থায়নে সুনামগঞ্জ পৌরসভার ১৪ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন তুলে দেন মেয়র নাদের বখত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ প্রতিনিধি।।সুনামগঞ্জ পৌরসভার অসহায় ও অস্বচ্ছল পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের মাধ্যমে সাবলম্বী করে গড়ে তুলতে আমেরিকা প্রবাসী মাসুদ আহমদের অর্থায়নে পৌরসভার মেয়র নাদের বখতের ঐকান্তিক প্রচেষ্ঠায় ১৪ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার হলরুমে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল,পৌরসভার মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মণি,পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তা সন্তোষ কুমার দাস,মৃদুল চৌধুরী,হিসাব রক্ষক কর্মকর্তা পার্থ প্রতীম দাস প্রমুখ।

সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন,এই পৌরসভাকে একটি আধুনিক পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে আমাদের প্রয়াত মেয়র আইয়ূব বখত জগলুলের স্বঁপ্ন পূর্রণের লক্ষ্যে কাজ করে যাওয়া হচ্ছে। তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রামকে শহরে পরিণত করতে শিক্ষা,স্বাস্থ্য, অন্নবস্ত্র,বাসস্থান,যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এজন্য সমাজের পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠির মধ্যে অসহায় ও অস্বচ্ছল নারীদেরকে আর ঘরের মধ্যে বন্দীদশায় না রেখে তাদের বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে আত্ম-মর্যাদাশীল দেশ গঠনে নারীদের কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি করা হয়েছে।

তিনি দারিদ্রতাকে র্নিমূলে বিতারিড় করতে এবং আত্মনির্ভর জাতি গঠনে নারীদের অবশ্যেই গুরুত্ব দিতে হবে। কেননা দেশের মোট জনসংখ্যার অর্ধেকেই নারীরা। কাজেই স্বাধীনতা সংগ্রামে দুইলাখ মাবোন জীবন দিয়েছেন ইজ্জত বিলিয়ে দিয়েছেন একটি স্বাধীন লাল সবুজের বাংলাদেশ বির্নিমাণে। কাজেই দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কোন নারীকে আর বেকার থাকতে হবে না সবাই কর্মের মাধ্যমে নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে নিজের পায়ে দাড়াঁবেন বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন। পরে ১৪ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন তুলে দেন মেয়র নাদের বখত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং