1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট চুরিতে জড়িত কর্মকর্তারা এখনো বহাল, এদের সংস্কার ছাড়া নির্বাচন নয় : মাওলানা ইকবাল হোসাইন প্রকাশ পেল প্রিয়া অনন্যা ও নিলয়ের ‘তুমি আমি রাজি’ রুহিয়া থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত আনিস কে বিয়ে করতে দিলো না পুলিশ দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।।  রঞ্জু সভাপতি শাহীন সম্পাদক নির্বাচিত ঘোড়ার ঘূর্ণি প্রশ্ন //  সাইফুল ইসলাম সরকার পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জন্মাষ্টমী পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও : সনাতন ধর্মালম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে
ফ্রন্টের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পৌর শহরের পাবলিক ক্লাব মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা
বের হয়ে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এরপর গীতা পাঠের মধ্য দিয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক জাফরউল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কল্প বর্ধন, ফ্রন্টের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, জেলা সাংগঠনিক সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক কাজী আজমগীর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদসহ অন্যান্যরা।

ধর্মীয় আলোচনা সবার শেষে সেখানে বক্তারা বলেন হিন্দু সম্প্রদায়ের মানুষকে একটি মহল ভুল বুঝিয়ে থাকে। যাতে তারা বিএনপি থেকে দূরে সরে থাকে। আসলে কি তাই আমরা কখনো আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেদের দূরে সরিয়ে রাখিনি। সব সময় তাদেরকে বুকে আগলে রেখেছি। অতীতেও ছিল পরবর্তীতেও থাকবে। আমরা দেশের নাগরিক প্রত্যেকটি মানুষের কথা বলার মত সমান অধিকার রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষকে সব সময় ভুল বোঝানো হয় সেই দিকটি এখন থেকে ভালো করে সকলেই খেয়াল রাখবেন।

মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা, উপজেলা, ইউনিয়নের নেতাকর্মীরা। এর আগে সকালে শহরের একটি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং