ষ্টাফ রিপোর্টার।। পঞ্চগড় সদর উপজেলা হাড়িভাসা ইউনিয়নের মমিনপাড়া সীমান্ত এলাকায় বিএসএফের নুর আলম (৩২) নামে এক চোরাকারবারী যুবকের মৃত্যু হয়েছে। সে জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশিগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া বিওপির ৭৫২ পিলার সংলগ্ন মোমিনপাড়া সীমান্ত এলাকার থেকে তার লাশ উদ্ধার করেন পঞ্চগড় সদর থানা পুলিশ। নূর আলমের বাম চোখের নীচ দিয়ে গুলিটি লেগে মাথার পেছন দিয়ে বেরিয়ে গেছে।
বিজিবি, পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোর রাতে নূর আলমসহ চোরাকারবারিদের একটি দল গরু নিয়ে ভারতীয় এলাকা থেকে ফিরছিল। এ সময় বেরুবাড়ি বিএসএফ সীমান্ত ফাঁিড়র টহল দলের সদস্যরা গুলি চালায়। এতে অন্যরা পালিয়ে আসতে পারলেও নূর আলম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নূর আলমের বাম চোখের নীচ দিয়ে গুলিটি লেগে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। পরে বিএসএফ সদস্যরা নূর আলমের লাশ বাংলাদেশি এলাকার ২০০ গজ ভেতরে মমিনপাড়ায় এক চা বাগানের পাশে ফেলে রেখে যায়। এলাকাবাসী গভীর রাতে ৪/৫ রাউন্ড গুলির শব্দও শুনেছেন।
খবর পঞ্চগড় সদর থানা পুলিশ সদস্যরা গিয়ে নুর আলমের লাশ উদ্ধার করেন। সুরতহাল শেষে নুর আলমের লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, ‘‘গুলিতেই নূর ইসলামের মৃত্যু হয়েছে। বাম চোখের নীচ দিয়ে গুলিটি লেগে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ’’
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে মোমিনপাড়া সীমান্ত এলাকার শূন্য রেখায় বিজিবি-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম জানান, ‘‘বৈঠকে বিএসএফের পক্ষ থেকে বলা হয়, ‘‘একদল চোরাকারবারী বিএসএফের টহলদলের ওপর হামলা চালায়। বিএসএফ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে বলে স্বীকার করেছে। তবে কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত করেনি। নিহত নূর আলম একজন চোরাকারবারী। বিজিবির পক্ষ থেকে বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।’’
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং