1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ১১ মে ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোট চুরিতে জড়িত কর্মকর্তারা এখনো বহাল, এদের সংস্কার ছাড়া নির্বাচন নয় : মাওলানা ইকবাল হোসাইন প্রকাশ পেল প্রিয়া অনন্যা ও নিলয়ের ‘তুমি আমি রাজি’ রুহিয়া থানা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত আনিস কে বিয়ে করতে দিলো না পুলিশ দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।।  রঞ্জু সভাপতি শাহীন সম্পাদক নির্বাচিত ঘোড়ার ঘূর্ণি প্রশ্ন //  সাইফুল ইসলাম সরকার পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

রানীশংকৈলে বানিজ্যিক ভাবে হাইব্রিড জাতের চিচিঙ্গা চাষ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বার পড়া হয়েছে

 

রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ একটা সময় বাড়ির উঠানে বা ঘরের চালে শুধু পরিবারের সবজির চাদিহার জন্য চিচিঙ্গা (কাইথা) নামে এই ফসল টি স্বল্প পরিসরে চাষ হলেও বর্তমানে চাষ করেছে বানিজ্যিক ভাবে।
ধান চাষে করে তেমন একটা লাভবান না হওয়ায় কৃষক দিন দিন ঝুকছেন সবজি চাষের দিকে। ধান চাষে অনুপযোগী জমিতে হাইব্রিড ময়না জাতের সহ বিভিন্ন চিচিঙ্গা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে রানীশংকৈল উপজেলার অনেক কৃষক।গত ৬ সেপ্টেম্বর সরজমিনে গিয়ে দেখা যায় বাঁশের খুটি ও লাইলন জাতের সুতার সংমিশ্রণে জিয়াই তার ব্যবহার করে তৈরি করা হয়েছে মাঁচা।আর মাঁচায় ঝুলছে ছোট বড় অসংখ্য চিচিঙ্গা। কম খরচে চিচিঙ্গা চাষ করে অনেক কৃষক অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভের আশা করছেন ।চিচিঙ্গা চাষে খরচ কম এবং ফলন ভালো হওয়ায় দিন দিন চিচিঙ্গা চাষের প্রতি আগ্রহ প্রকাশ করছেন এ অঞ্চলের চাষিরা ঘটাতে চান সবুজ বিপ্লব। দেশের বিভিন্ন অঞ্চলে খরিদদার সহ উপজেলা থেকে বিভিন্ন পাইকাররা জমিতে গিয়ে চিচিঙ্গা কিনে নিয়ে বিভিন্ন হাটবাজারে বিক্রি করেন।
উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই গ্রামে গিয়ে দেখা যায়, রানীশংকৈল নেকমরদ হাইওয়ে রাস্তার পাশে বাবুল হোসেন দুই একর জমিতে চিচিঙ্গা চাষ করেছে এবং আশেপাশের অনেক কৃষকেরাও এই চাশে আগ্রহী হয়ে উঠছেন বলে জানাগেছে । ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি তারা। চিচিঙ্গা উচ্চ ফলনশীল, কম খরচ ও স্বল্প সময়ে অধিক লাভজনক ফসল হওয়ায় এ উপজেলার কৃষকেরা বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি চিচিঙ্গা চাষ করে ভালো দাম পেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এ বছর কৃষি অধিদপ্তরের তথ্যমতে রানীশংকৈল উপজেলায় ৩৫ হেক্টর জমিতে চিচিঙ্গা চাষ করেছেন কৃষকেরা।
কৃষক বাবুল হোসেন সহ বেশ কয়েক জন কৃষক জানায়, এ ফসলে তুলনা মুলক ভাবে কীটনাশক খরচ কম লাভ বেশি তাই চিচিঙ্গা বানিজ্যিক ভাবে চাষ করেছি।তবে চিচিঙ্গা একটি লাভজনক ফসল। এজন্য বেশি লাভের আশায় জমিতে ধানের পরিবর্তে সবজি জাতীয় ফসল চিচিঙ্গা চাষ করেছি।তবে এ জাতীয় লাভবান সবজি চাষে আগ্রহী হচ্ছেন এখন অনেকে।বাবুল হোসেন বলেন,একদিন পর পর চিচিঙ্গা তুলতে হয় ক্ষেত থেকে প্রতি একদিন পর পর চল্লিস থেকে পঞ্চশ মন পাওয়া যায়। এলাকার চাহিদা পুরনের পাশাপাশি ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যায় এ চিচিঙ্গা। ক্রেতাদের কাছে চাহিদা বেশি থাকায় জমি থেকে বিক্রি হওয়ার ফলে পরিবহন খরচ লাগে না কৃষকের। তবে মাঁচা তৈরি করতেই একটু বেশি খরচ হয় কিন্তু এই মাঁচায় চিচিঙ্গা শেষ হয়েগেলে আবার লাউ চাষ শুরু করবো। । মাঁচায় যা কিছু ব্যবহার করা হয়েছে সব গুলোই দুই থেকে তিন বছর ব্যবহার করা যাবে। প্রতি বিঘা জমিতে সবমিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যয় ধরা হয়। তবে বিঘা প্রতি (৩৩ শতাংশ) জমিতে আয় হবে দের থেকে দুই লক্ষ টাকার মতো।
এ ব্যাপারে রানীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এ বছর উপজেলায় ৩৫ হেক্টর জমিতে চিচিঙ্গা চাষ হয়েছে। চিচিঙ্গা এখন বানিজ্যিক ভাবে সবজির ঘাটতি পুরনের লক্ষে চাষ হচ্ছে। আমরা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসারদের মাধ্যমে চিচিঙ্গা সহ বিভিন্ন সবজি চাষের জন্য কৃষকদের উন্নত প্রশিক্ষণসহ ভালো জাতের বীজ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে ।কম খরচে লাভ বেশি হওয়ায় কৃষকেরা চিচিঙ্গা চাষে বেশ আগ্রহী হচ্ছেন।ঢাকার সাথে যোগাযোগ ভালো থাকায় দামও বেশ ভালো পাচ্ছেন কৃষক। এদিকে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকের প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং