পঞ্চগড় প্রতিনিধি
অনুসন্ধানী রিপোর্টিং-এ সাংবাদিকদের আরো বেশি উৎসাহিত করা ও আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবির উদ্যোগে পঞ্চগড় প্রেসক্লাব আয়োজিত তিন দিনব্যাপী শুরু হয়েছে অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় পঞ্চগড় সার্কিট হাউজে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন প্রধান। এ সময় তিনি বলেন, প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে গণমাধ্যমক কর্মীরা অনুসন্ধানমূলক সংবাদ প্রচার করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবেন।
প্রশিক্ষণের প্রথম দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে প্রশিক্ষণার্থীদের কাছে অনুসন্ধানমূলক রিপোর্র্র্টিং-এর বিভিন্ন ধরণ, প্রকরণ, অনুসন্ধানী ও ডেপথ রিপোর্টিংয়ের মধ্যে পার্থক্য, ডেপথ রিপোর্টিংয়ের সঙ্গা, অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা ও সমাজে এর প্রভাব প্রভৃতি বিষয়ের ওপর ধারণা দেন।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পিআইবির প্রতিবেদক ও প্রশিক্ষণ সমম্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন স্বাগত বক্তব্য দেন। সাবেক সভাপতি এ রহমান মুকুল, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার। পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।