রানীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলী আকবর এমপির বড় ছেলে ৮ নং নন্দুয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা পরিষদ সদস্য এখলাসুর রহমান লিটন (৫২) বৃহস্পতিবার রাত সাড়ে আট টায় নিজ বাড়িতে অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। শুক্রবার ৮সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিন টায় সন্ধ্যারই ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশেই লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ডেপুটি কনস্যাল জেনারেল, বাংলাদেশ কনস্যুলেট (দুবাই) সাহেদ ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা: সাদেক কুরাইশি সহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ। সাবেক চেয়ারম্যান লিটনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।