পঞ্চগড় প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে পরিবেশ বান্ধব কর্তৃক আয়োজিত ঢাংগী পুকুরী জাগরণী ক্লাব ও লাইব্রেরী উদ্যোগে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাংগীপুকুরী ফকির মজনু শাহ সড়কে তাল গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফকির মজনু শাহ সড়কে ৩০০ তাল গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন নয়ন তানবীরুল বারী প্রতিষ্ঠাতা পরিবেশ বন্ধু সংগঠন।
এর আগে একটি র্যালি ঢাংগীপুকুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ফকির মজনু শাহ সড়কে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নয়ন তানবীর বারী প্রকৃতির ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে তালগাছসহ বিভিন্ন উঁচু প্রজাতির গাছের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সবাইকে এই জাতীয় বৃক্ষ রোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, ‘তাল গাছ একদিকে যেমন বজ্রপাত থেকে রক্ষা করতে সহায়ক, অন্যদিকে পরিবেশের উষ্ণতা রোধেও এর গুরুত্ব অপরিসীম। এছাড়াও তালের রসে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা থেকে সহজেই এই ভিটামিনের ঘাটতি পূরণ করা যেতে পারে। পঞ্চগড় জেলায় পর্যায়ক্রমে লক্ষাধিক তাল গাছের চারা অথবা বীজ বপনের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি।
পরিবেশ বন্ধু কর্তৃক আয়োজিত ঢাংগী পুকুরী জাগরণী ক্লাব ও লাইব্রেরী এর সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে ঢাংগীপুকুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক ইউনিক স্কুল ও সদস্য সচিব ঢাংগী পুকুরী জাগরণী ক্লাব ও লাইব্রেরী, যুগ্ম আহবায়ক মোঃ মানিক হোসেন,মোঃ আজিজার রহমান,মোঃ দেলোয়ার হোসেন সহ সংগঠনের সদস্যরা। ইতোমধ্যে হাড়িভাসা ইউনিয়নের ঢাংগীপুকুরী এলাকার বিভিন্ন মসজিদ, রাস্তার পাশে এবং পতিত জমিতে এই বৃক্ষরোপণ শুরু হয়েছে।