ব্রাক্ষনবাড়ীয়া জেলা প্রতিনিধিঃ এম বাদল খন্দকার।৷ ব্রাক্ষনবাড়ীয়া আখাউড়া হোটেলে পঁচা মাংস ও ফ্রিজে ইঁদুর পাওয়া যাওয়ার এক হোটেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন এাম্যমান আদালত। পৌর শহরের ষ্টেশন রোডের অতিথি হোটেলে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। এাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নিবাহী ম্যাজিষ্টেট প্রশান্ত চঐবতী।এাম্যমান আদালত সুএে জানা যায় সকালের দিকে এক ব্যঔি অতিথি হোটেল থেকে খাবার নিয়ে যায়, পরবতীতে ওই খাবার মাংসে পঁচা দুগন্ধ পান ওই ব্যঔি বিষয় টি জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনারের কাছে, এই অভিযোগ পাওয়া পর হোটেলে অভিযান পরিচালনা করে ফ্রিজের ভিতরে পঁচা মাংস ও ইঁদুর পায় এাম্যমান আদালত। এ সময় হোটেল মালিক নজরুল ইসলাম কে ভোঔা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নিবাহী ম্যাজিষ্টেট প্রশান্ত চঐবতী বলেন,, অভিযোগের প্রেক্ষিতে অতিথি হোটেলে অভিযান পরিচালনা করি।অভিযোগ সত্যতা পাওয়ার খাবার হোটেলে পঁচা মাংস বিঐি করায় ও ফ্রিজে ইঁদুর পাওয়া যাওয়ার হোটেল মালিক কে ভোঔা অধিকার আইনে ৫০ হাজার টাকা ও অনাদায়ে ১৫ দিনের জেল জরিমানা প্রদান করা হয়েছে। ম্যাজিষ্টেট প্রশান্ত চঐবতী আরও বলেন আমাদের এরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং