1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
শনিবার, ১০ মে ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আনিস কে বিয়ে করতে দিলো না পুলিশ দীর্ঘ ১৬ বছর পর তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন।।  রঞ্জু সভাপতি শাহীন সম্পাদক নির্বাচিত ঘোড়ার ঘূর্ণি প্রশ্ন //  সাইফুল ইসলাম সরকার পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার ঠাকুরগাঁওয়ে জাকজমক আয়োজনে টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা  জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন নলছিটিতে দিনব্যাপী কার্পজাতীয় মাছ চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত পলাশে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

পঞ্চগড়ে শয়ন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
পঞ্চগড়ের আটায়ারীতে শয়ন (২৬) হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন নিহতের স্বজনেরা। শয়র সে উপজেলার রাধানগর ছোটদাপ এলাকার মোঃ রবিউল কবির রবি’র মেঝো ছেলে। সোমবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী-রুহিয়া পাঁকা সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, শয়নের পিতা, মা সেলিনা আকতার, ছোটভাই সুজন, শয়নের বন্ধু সাজেদুল ইসলাম সুমন, মাসুদ পারভেজ, লিয়ন, সাইদুর, শুভ, রাব্বু, ফারুক, শাওন প্রমুখ। বক্তব্য শেষে খুনীদের দ্রæত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপির অনুলিপি আটোয়ারী থানা, প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান পরিবারের স্বজনরা। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর সামিউল ইসলাম শয়ন(২৬) এর পুর্ব পরিচিত বন্ধু ঠাকুরগাঁও জগন্নাতপুর আদর্শ কলোনীর বাসিন্দা আঃ রউফ এর পুত্র মুন্না (৩০) সহ দুইজন মোটরসাইকেল নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুল গেটে আসে শয়নের কাছে পাওনা টাকা নিতে। শয়নের ছোট ভাই সুজন বলেন, তার ভাইয়ের কাছে মুন্না ও রাব্বি নামে ঠাকুরগাঁওয়ের দুই যুবক ৬ হাজার টাকা পেতো। ওইদিন শয়ন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার বন্ধুরা তাকে কৌশলে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে চা খাওয়ার কথা বলে তাদের ব্যবহৃত মোটর সাইকেলে উঠতে বলেন। সরল বিশ^াসে শয়ন গাড়িতে উঠলে আটোয়ারী পল্লীবিদ্যুৎ মোড় পার হয়ে বড়দাপ কোনপাড়া এলাকায় ইব্রাহিম আলীর বাড়ীর সামনে আটোয়ারী-রুহিয়া পাকা সড়কে তাদের পুর্ব পরিকল্পনা মোতাবেক শয়নের মাথায় আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত বন্ধুরা। এলাকার লোকজন শয়নকে উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক শয়নকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রায় এক ঘন্টা চিকিৎসার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করেন। ৮ সেপ্টেম্বর রাত ১২:০৩ মিনিটে শয়ন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। শয়নের লাশ ময়না তদন্তের পর ৯ সেপ্টেম্বর বাদ মাগরিব ছোটদাপ গোরস্থান সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ জানান, শয়ন হত্যার খুনীদের গ্রেফতার করতে শুধু পুলিশ নয়, আরো অন্যান্য বাহিনী কাজ করছেন। যেহেতু খুনীরা চিহ্নিত হয়েছে, দেশে থাকলে তাদের গ্রেফতার হতেই হবে। #

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং