দিনাজপুর থেকে মো.জাহিদ হোসেন।। স্থানীয় এলাকাবাসীরা জানান নিজপাড়া ইউনিয়নের নিজ পাড়া আঞ্চলিক মহাসড়কের একটি ব্রিজের মাঝখানে প্রতিনিয়ত দুর্ঘটনার স্বীকার হচ্ছে! অন্যদিকে টলির ড্রাইভার ও মাইক্রোবাজের ড্রাইভার জানান ব্রিজের মাঝখানে ফাটল হওয়ায় ব্রিজের মিডিলদিয়ে গেলে কখন যে ব্রীজটি ভেঙ্গে যায় এ নিয়ে আমরা খুব আতঙ্কে আছি. তিনারা জানান স্থানীয় সরকার ও রাজনৈতিক বিন্দোদেরকে এবং স্থানীয় চেয়ারম্যান আমিনুল ইসলাম চেয়ারম্যান কে বিষয়টি অবগত করেছি ফাটল হয়ে যাওয়া ব্রীজটি অতি তাড়াতাড়ি ব্রীজটি ঠিক করলে আমাদের এবং সকলের জন্য যাওয়ার উপযোগী হবে অন্যদিকে ড্রাইভাররা আরো জানান ভারী ধরনের ইট বা অন্যান্য কিছু নিয়ে গেলে আমরা আতঙ্কে পড়ে যাই কখন যে ব্রিজের মাঝখানে ভেঙ্গে পড়ে নিচে তলিয়ে যাই এই নিয়ে আমরা খুব চিন্তায় আছি!
বিজ্ঞাপন পাশাপাশি স্থানীয়রা জানান রাতের বেলা অজান্তে কোন যানবাহন গেলে দুর্ঘটনায় কবলে পড়ে যায় এর আগে কয়েকজন মোটরসাইকেল আরোহী এবং সাইকেল আরোহী অটো ইজিবাইক চালক সহ আহত হয়েছেন তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি খুব দ্রুত তাড়াতাড়ি ব্রীজটি যেন ঠিক করে দেন না হইলে যেকোনো মুহূর্তেই প্রাণহানীর ঘটনা ঘটতে পারে!
বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের কাছে সরাসরি কথা বললে তিনি জানান ব্রীজটি ফাটল হয়েছে দেখেছি ঠিক করার জন্য উপর মহলে কাগজপত্র পাঠিয়ে দিয়েছি ! খুব দ্রুত এই ব্রীজটি ঠিক হবে বলে আশ্বাস দিয়েছেন ! তবে তিনি আরো জানান রাতের বেলা সতর্কভাবে ব্রিজের উপর দিয়ে চলাচলের জন্য সতর্ক করে দিয়েছেন!