কবিরহাট উপজেলা প্রতিনিধি।। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলাধীন সুন্দলপুর থেকে নেশাজাতীয় স্পিরিট সহ একজন কে পুলিশ গ্রেফতার করেছে।
গোয়েন্দা শাখা নোয়াখালী কর্তৃক অভিযান পরিচালনা করে, হোমিওপ্যাথির ঔষধের মোড়ক ব্যবহার করে নতুন এক ধরনের নেশা জাতীয় দ্রব্য স্পিরিট মাদক কারবারী গ্রেফতার
করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে কবিরহাট থানাধীন সুন্দলপুর ইউনিয়নের গাজীর দোকান সংলগ্ন আলী ব্যাপারী বাড়ীতে হোমিওপ্যাথির ঔষধের মোড়ক ব্যবহার করে নতুন এক ধরনের নেশা জাতীয় দ্রব্য স্পিরিট বিক্রয় কালীন সময় ডিবি কর্তৃক ধৃত আসামী ০১। আব্দুল লতিফ(৬০), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-অজিবা খাতুন, সাং-উত্তর লামছি, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী‘কে ৩৬ বোতল নেশা জাতীয় দ্রব্য স্পিরিটসহ রাত্র ২.০০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, হোমিওপ্যাথির ঔষধের মোড়ক ব্যবহার করে তিনি দির্ঘীদিন যাবৎ এই নতুন মাদক দ্রব্য স্পিরিট ক্রয়-বিক্রয় করতেন। ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।