পঞ্চগড় প্রতিনিধি।।মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পঞ্চগড়ে তিনদিন ব্যাপী জাতীয় শিক্ষাক্রম ২০২১ বিস্তরণ প্রশিক্ষণ শুরু হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ও গতানুগতিক পরীক্ষা পদ্ধতি থেকে বেড়িয়ে এসে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন যাচাই করার পদ্ধতি ও নতুন শিক্ষাক্রমের ধারণা দেয়ার লক্ষ্যে প্রাথমিকি শিক্ষা বিভাগ এ প্রশিক্ষণের আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে পঞ্চগড় উপজেলা রির্সোস সেন্টারে (ইউআরসি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. মনিরুল হক মনির উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন যাচাই করার পদ্ধতি ও নতুন শিক্ষাক্রমের ধারণা ইউআরসি ইন্সট্রাক্টর মো. মমতাজুর আলম, পঞ্চগড় পিটিআইয়ের আইসিটি ইন্সট্রাক্টর স্বপন কুমার দেব শর্মা ধারণা দিচ্ছেন।
তিনদিন ব্যাপী প্রশিক্ষণে সদর উপজেলার ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশ নিচ্ছে।
সদর উপজেলা শিক্ষা অফিসার মো. মোসলেম উদ্দীন শাহ জানান, পর্যায়ক্রমে ২৭ টি ব্যাচে উপজেলার ৮১০ জন শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হবে। #