1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়নের আতঙ্ক “এরশাদ মেম্বার” — একাধিক অপরাধে অভিযুক্ত এই নামধারী বিএনপি নেতা ঠাকুরগাঁওয়ের বালিয়াঙ্গীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমীনের উপর হামলার প্রধান দস্যুতার অপরাধে গ্রেফতার বিআরপি’র বহিস্কৃত নেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বিআরপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শালবাহান তেলের খনি পুনরায় চালুর দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন পীরগঞ্জ বাসী কল্যাণ সমিতি ঢাকা এর হুইল চেয়ার বিতরণ বিলুপ্তির পথে হারিকেন প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা খোকন জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৪ খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতি করে খাদ্য কর্মকর্তা লাপাত্তা

বাউফলে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় চুরি-ডাকাতি নিয়ে উদ্বেগ প্রকাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

মোঃ মামুন হোসাইন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলায় চুরি-ডাকাতির বিষয়ে সর্বস্তরের জনগণকে অবহিতকরণ বিষয়ক এক সভায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসন ও জন প্রতিনিধিসহ সূধীমহল।

গতকাল শনিবার বেলা ১১ টায় কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ফয়সাল আহমেদ মনির মোল্লার সভাপতিত্বে আয়োজিত ওই অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোসারেফ হোসেন খান, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক আলহাজ্ব কবীরুজ্জামান প্রমূখ।

সভায় সভাপতি কালাইয়া ইউনিয়নে আশংকাজনক ভাবে চুরি,ডাকাতি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সমাজ ও দেশকে অস্থিতিশীল করার জন্য একটি কু-চক্রী মহল এধরণের অপরাধ সংঘটিত করছেন। আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারীও এধরণের অপরাধের সাথে সম্পৃক্ত থাকতে পারে। এব্যাপারে তিনি পুলিশ ও প্রশাসনের সহযাগীতা কামনা করছেন। অপরদিকে বাউফলের বিভিন্ন ইউনিয়নে চুরি, ডাকাতিসহ অন্যান্য সামাজিক অপরাধ আশংকাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, কালাইয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ, কালাইয়া রব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এএসএম আবদুল হাই এবং কালাইয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ শাহীন প্রমূখ।

অনুষ্ঠানে বাউফল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক বলেন, পুলিশের একার পক্ষে এধরণের অপরাধ দমন করা সম্ভব নয়। পুলিশের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী গ্রাম পুলিশদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আপনাদের পোষাকের মর্যাদা রাখুন। গ্রামগঞ্জের অপরাধের খবর প্রশাসন কে জানিয়ে সমাজকে ভাল রাখুন। এসময় ওয়ার্ডের মেম্বরদেরও তিনি এধরণের অপরাধ দমনে সহযোগীতা করার আহবান জানান। আমাদের দেশ উন্নয়নের রোল মডেলে ধাবিত হচ্ছে। কোন ধরণের ঘটনায় যেন এই উন্নয়নের ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে বলেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং