ঝড় প্রতিবেদন।। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের জনগন এডভোকেট অরুনাংশু দত্ত টিটো কে নৌকার মাঝি হিসেবে দেখতে চায়।
এডভোকেট অরুনাংশু দত্ত টিটো ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে এলাকাবাসীর পাশে থেকে সেবা করে যাচ্ছেন।
এডভোকেট অরুনাংশু দত্ত টিটো কে আওয়ামী লীগ থেকে মনোয়ন দিলে তিনি ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়,আইটি পার্ক,কৃষি ইপিজেড,বিমানব ন্দর চালু,মেডিকেল কলেজ,সহ বাকি রাস্তাঘাট,ব্রীজ কালভার্ট,স্কুল কলেজের আধুনিক ভবন নির্মান,আগামী প্রজন্মের জন্য স্বাস্থ্যসেবা,আধুনিক শিক্ষাও কর্মসংস্থান সহ সকল সুবিধাযুক্ত,উন্নত,সমৃদ্ধ,পরিচ্ছন্ন,মাদকমুক্ত স্মার্ট প্রজন্মের “স্মার্ট ঠাকুরগাঁও” বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করবেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ০১
আসনে জনবান্ধব,কর্মীসম্পৃক্ত,পরিশ্রমী,সৎ,আন্দোলন সংগ্রামে দীর্ঘ দিনের রাজপথে পরিক্ষীত,শেখ হাসিনা সরকারের ঠাকুরগাঁওয়ের উন্নয়ন কাজে সহায়তাকারী এবং সাধারণ মানুষের মাঝে উন্নয়ন কাজগুলো জনসংযোগে,বক্তব্য,বিবৃতিতে,ছড়িয়ে দেয়ার অন্যতম অগ্রসৈনিক,করোনাকালে মাঠে থেকে জননেত্রী শেখ হাসিনা’র দেয়া উপহারগুলো কর্মহীন হয়েপড়া প্রতিটি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার কাজের নেতৃত্বদানকারী,ঠাকুরগাঁওয়ের গণমানুষ এবং আওয়ামী লীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ,কৃষক লীগ,মহিলা লীগ সহ সকল সংগঠনের কর্মী দের কাছে তুমুল জনপ্রিয় নন্দিত জননেতা অ্যাডভোকেট অরুনাশু দত্ত টিটো কে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় এলাকাবাসী।