ঠাকুরগাঁও প্রতিনিধি।। সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ভোপলা গ্রাম বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষনা ও উদ্যাপন করা হয়। রোববার বিকেলে এ উপলক্ষে বেগুনবাড়ী ইউনিয়নের বালিয়াহাট মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত” এই শ্লোগানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, ভিডিসি, শিশু ও যুব ফোরামের যৌথ আয়োজনে আলোচনা সভায় বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান মো: বণি আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, ভোপলা ভিডিপির সভাপতি ও ইউপি সদস্য মোছা: লাকী আক্তার, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির প্রোগ্রাম অফিসার মারিও তপন মন্ডল প্রমুখ।
এ সময় ২ শতাধিক যুব ও শিশু ফোরামের সদস্য, সংস্থার ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের বিভিন্ন কর্মকর্তা, অভিভাবক, এলাকার নারী-পুরুষ ও চাইল্ড ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন। শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং