পঞ্চগড় প্রতিনিধি।।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্মরণকালের বৃহত্তম জনসভা অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে জনসংযোগ অব্যাহত রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তেঁতুলিয়ায় উপজেলা জন্ম নেওয়া কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তাকে পঞ্চগড়-১ (আটোয়ারী, সদর, তেঁতুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নের দাবীতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর বিকালে তেঁতুলিয়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে বিভিন্ন ইউনিয়নের গুরুত্তপূর্ণ হাটবাজার ও জনবহুল স্থানে প্রতিকুল আবহাওয়ার মধ্যেও জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাঈমুজ্জামান মুক্তা সোমবার দিনব্যাপী বুড়াবুড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করছেন। এসব জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে নারী পুরুষসহ সর্বস্তরের মানুষের ঢল নামছে। নারী পুরুষসহ সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। তেঁতুলিয়ার সমাবেশে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। এ সময় জেলা উপজেলা ও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। এর আগের দিন রোববার তিনি সারাদিন দেশের এক নম্বর ইউনিয়ন বাংলাবান্ধায় জনসংযোগ করেন। সকাল ১০ টায় সমাজকল্যাণ ফেডারেশনে শুরু করে পরে একে একে সন্যাসীপাড়া, উত্তর কাশিমগঞ্জ, গোয়ালগজ, ফুটকিবাড়ি, জায়গীর জোত, সিপাইপাড়া, ঘাটিয়ালপাড়া, দক্ষিণ কাশিমগঞ্জে ছোট-ছোট পথসভা ও উঠান বৈঠক করেন। এ সময় সারাদিন সাথে ছিলেন- তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল সফিত, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, বাংলাবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আইনুল হক, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম, বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী, শ্রমিক নেতা আক্তারুল ইসলাম, সামসুল আলম মানিক, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু সালেক, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মারুফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় মুক্তা বলেন, কোনো ষড়যন্ত্র বা বিরোধিতা ২৮ সেপ্টেম্বরের জনসভা ঠেকাতে পারবেন না। প্রতিরোধের বৃথা চেষ্টা না করে তিনি মনোনয়ন প্রত্যাশী সকলকে একমঞ্চে এসে নিজের কথা বলার আহবান জানান।
বৈরি আবহাওয়ার মধ্যেও গত শনিবার তিনি তিরনইহাট ইউনিয়নের ফকিরপাড়া, রওশনপুর, ভোলাজোত, গুয়াবাড়ি, হাকিপুর গ্রামে জনসংযোগ, পথসভা ও উঠান বেঠক করেন।
এর আগে আটোয়ারি পাইলট স্কুল মাঠে গত ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। এর আগেই সমাবেশস্থল ও আশেপাশের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাঈমুজ্জামান মুক্তাকে পঞ্চগড়-১ (আটোয়ারী, সদর, তেঁতুলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নের দাবীতে এই জনসভা অনুষ্ঠিত হয়। আটোয়ারি উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে ১০ হাজারেরও বেশি নারী-পুরুষ, কিশোর-কিশোরী সমাবেশে যোগ দেন। মঞ্চের সামনে ইমাম,আলেম-ওলামা, পুরোহিত, মহিলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, গণমাধ্যমকর্মীদের জন্য ছিল আলাদা আলাদা বসার জায়গা। একই ধরণের সমাবেশ সদর উপজেলাতে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নাঈমুজ্জামান মুক্তা অবশ্য গত ১৫ বছর ধরে পঞ্চগড়-১ আসনে জনসংযোগসহ নেতাকর্মীসহ সাধারণ মানুষের পাশে আছেন। এলাকার উন্নয়নসহ নানান শ্রেণিপেশার মানুষের সহযোগিতার হাত বাড়ি দিয়েছেন। গোটা সংসদীয় আসনে তিনি নিজেকে কর্মীবান্ধব জনদরদী, সৎ, যোগ্য ও দক্ষ নেতা হিসেবে পরিচিত করে তুলেছেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পঞ্চগড়-১ আসনের (সদর, আটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা) নাঈমুজ্জামান মুক্তা ছাড়াও ছয় জন মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করে জনসংযোগ করছেন। এরা হচ্ছেন বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনের বেহাই জেলা আওয়ামী লীগের সদস্য কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল। একমাত্র নাঈমুজ্জামান মুক্তা ছাড়া অন্যরা বছরখানেকের মধ্যে নিজেদের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে প্রচারণা শুরু করেছেন। আর বর্তমান সাংসদ তো মনে করেন উনি দ্বিতীয়বারের এমপি কাজেই উনাকেই আবার মনোনয়ন দিবেন। এত প্রার্থীর প্রচারণায় দলীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন, পড়েছেন বিভ্রান্তিতে। তবে মজার ব্যাপার হলো মুক্তা তার প্রচারণার সময় পরিস্কার করে বলছেন, তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তবে নৌকা যার তিনি তার। অন্যসব প্রার্থীদেরকে তার উদ্যোগে আয়োজিত জনসংযোগ, উঠান বৈঠক ও সমাবেশে এসে যোগ দিয়ে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করার কথা বলছেন। কিন্তু এমন আহবানে অন্য প্রার্থীরা কেউ সাড়া দিয়েছেন বলে জানা নেই। তবে অন্য প্রার্থীদের সভা, সমাবেশ ও বৈঠকে মুক্তা যেতে চাইলেও তাকে নেয়া হয় না বা বলা হচ্ছে না বলে অভিযোগ আছে। অন্য মনোনয়ন প্রত্যাশীদের থেকে কর্মীবান্ধব, সৎ, দক্ষ, জনদরদী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের নিকট অপেক্ষাকৃত বেশি পরিচিতি লাভ করেছেন মুক্তা।
স্বাধীনতার পর এই আসনটিতে ১১ টি নির্বাচনে আওয়ামী লীগ চার বার, পাঁচবার বিএনপি, একবার করে জাতীয় পার্টি ও জাসদ নির্বাচিত হয়। ১৯৮৬ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি আর ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেয়নি।
এ পর্যন্ত যতবার জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগ এ আসনটিতে নির্বাচিত হয়েছে ততবারই তেঁতুলিয়া উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছে। এমনকি ২০১৮ সালের বির্তকিত নির্বাচনেও এই উপজেলায় বিএনপির প্রার্থী বেশি ভোট পেয়েছে। যদিও জনগণ মাত্র দুই ঘন্টা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল।
এই তেঁতুলিয়ায় নাঈমুজ্জামান মুক্তার জন্মভূমি, শ্বশুরবাড়ি, স্ত্রী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য, মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমান্ডের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, শ্বশুর কাজী মাহবুবুর রহমান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, শাশুড়ি ফরিদা আখতার হীরা সাবেক সংরক্ষিত সংসদ সদস্য।
নাঈমুজ্জামান মুক্তা দীর্ঘ ১৫ বছর ধরে পঞ্চগড়-১ আসনে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে হাটে বাজারে ও জনবহুল স্থানে আওয়ামী লীগের পক্ষে ব্যতিক্রমী সব কর্মসূচি পালন করে আসছে। এসব কর্মসূচির মধ্যে ছিল অসুস্থ অসহায় দুস্থদের আর্থিক সহযোগিতা, মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান, সব ধর্মের অনুষ্ঠানে সহযোগিতা করা, করোনায় উপহার বিতরণ, রমজানে উপহার হিসেবে ইফতার বিতরণ, ওয়ার্ড নেতাদের বাড়িতে রাত্রি যাপন, দলে উপেক্ষিত, ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাদেরসহ সকল নেতাকর্মীদের মূল্যায়ন, সেলাই মেশিন, রিকশা ভ্যান বিতরণ, চলাচলের জন্য সাতমেরায় চাওয়াই নদীতে বাঁশের সাঁকো নির্মাণ, হাড়িভাসার পান চাষীদের ঋণের ব্যবস্থাকরণ, শোকের পরো আগস্ট মাস জুড়ে ব্যতিক্রমী সব কর্মসূচির আয়োজন, বিভিন্ন গ্রামে খেলাধুলার আয়োজনে পৃষ্টপোষকতা প্রদানসহ নানান সব ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করে আসছেন। প্রচার প্রচারনায় জনপ্রিয়তার শীর্ষে এখন নাঈমুজ্জামান মুক্তা।
সকল শ্রেনি পেশা ও বয়সের মানুষের কাছে এখন তিনি মুক্তা হিসেবে পরিচিত। আলোচিত ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছেন। নবীন প্রবীণে মিলন মেলায় পরিণত হয়েছে। কেউ কেউ বলছেন হ্যামিলনের বাঁশিওয়ালা মুক্তা।
নেতাকর্মী ও সমর্থকসহ সকল শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে দাবি উঠেছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাঈমুজ্জামান মুক্তাকে চায়।
দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে নিজেকে সৎ ও সততায় অধিষ্ঠিত করেছেন। যা পঞ্চগড়ে এর আগে সে ভাবে লক্ষ্য করা যায়নি। তার সাথে কথা বলে দেখা গেছে, রাজনৈতিক সৎ ও সততায় তিনি একনিষ্ঠ মানুষ। পঞ্চগড়-১ আসনের মানুষের পাশে দাঁড়ানো নাঈমুজ্জামান মুক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতির সোপান তুলে ধরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছেন। দলের মধ্যে নানান সমীকরণ থাকলেও অনেক নেতাকর্মী আগামীতে তাকেই বেঁছে নিতে প্রস্তুত। দলের শীর্ষ নেতৃত্বে থাকা বেশ কজনের সাথে কথা বললে তারা বলেন, একটি জিনিস আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি নাঈমুজ্জামান মুক্তার মাঠ গোছালো জন সমর্থনও ব্যাপক। তিনি পঞ্চগড়ে-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে মানান সই । যা ভবিষ্যতে পঞ্চগড়কে উচ্চমাত্রায় নিয়ে যেতে পারবেন। আমরা এখন তো সহসা সকলের সামনে বলতে পারছিনা কারণ দলে আছি।
এসব কর্মসূচির ফলে ব্যক্তি ইমেজে সকল শ্রেণি পেশার মানুষের কাছে মুক্তা একটা পরিচিত নাম। বিএনপির দূর্গ বলে পরিচিত তেঁতুলিয়া উপজেলায় আগামী নির্বাচনে হানা দিতে সক্ষম হবেন বলে অনেকেই আশাবাদী। নাঈমুজ্জামান মুক্তার সাংগঠনিক দক্ষতা,সততা, সামাজিক কর্মকান্ড ও ভিন্নধর্মী প্রচারণার কারণ বিবেচনা করে আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে নাঈমুজ্জামান মুক্তাকে পঞ্চগড়-১ আসনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে এবার পঞ্চগড়-১ আসন তথা তেঁতুলিয়া উপজেলাতেও আওয়ামী লীগ জিতবে- তৃণমূলের নেতাকর্মীদের এমনটিই ধারণা।
দল, মত, ধর্ম আর জাত পাতের উর্ধে মুক্তা ভাই। দীর্ঘ ১৫ বছর ধরে সব মানুষের সুখে দুখে পাশে আছেন। আমরা এবার তাঁকে এমপি হিসেবে দেখতে চাই-তৃণমূলের নেতাকর্মীদের এমনটাই প্রত্যাশা। #
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং