ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি :বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিক দল পঞ্চগড় জেলা শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।সোমবার বিকেলে (২৫ সেপ্টেম্বর ২৩)পঞ্চগড় জেলা শ্রমিক দল শুভেচ্ছা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় পিকআপ ভ্যান শ্রমিক, অটোরিকশা শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা তাদের নিজ নিজ ইউনিটের নেতাকর্মীদের নিয়ে শুভেচ্ছা মিছিলে অংশ নেয়।পরে দলিয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন পিকআপ চালক শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম দুখু, শ্রমিক নেতা সাবিরুল ইসলাম সাবুল,রোড সেক্রেটারি ১৬৬০ এর রোকনুজ্জামান রোকন,পঞ্চগড় জেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি শ্রী মনরঞ্জন বনিক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আফতাব হোসেন (সেলিম)।দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থেকেও পঞ্চগড় জেলা শ্রমিক দল,সদর উপজেলা শ্রমিক দল ও প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি কেন্দ্রীয় কমিটির যে কোন আন্দোলন সংগ্রামের ডাকে শ্রমিক দের কে সাথে নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন নবাগত জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু। দিন রাঁত অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে রাজুকে সভাপতি পদে মনোনীত করা হয়।রাজু কে সভাপতি হিসেবে মনোনিত করায় শ্রমিক দলের তৃণমূল নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা মিছিল করেছেন।জেলা সভাপতি শ্রমিক দলের রাজিউর রহমান রাজু বক্তব্যে বলেন আমাদের মা গণতন্ত্রের মানস কন্যা ও আপোষহিন নেত্রী বেগম খালেদা জিয়া কে উন্নত চিকিৎসায় বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য জোরালো দাবী জানান।এবং তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।