1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ০৭ মে ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ফেসবুকে নারী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার থানায় অভিযোগ প্রশংসায় সুবাহ’র ‘কালকে টুনির বিয়া’ ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার আওয়ামী সরকারের ফ্যাসিষ্ট দোসর অধ্যক্ষ হিসেবে পদায়নে বতিলের দাবীতে মানববন্ধন পঞ্চগড়ে মাশরুম চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত ২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা – রাশেদ প্রধান

ফলোআপ: কলেজ ছাত্রীকে ২ মাস আটকে রাখা কনস্টেবল গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংবাদ প্রকাশের পর কুরগাঁওয়ে এক কিশোরীকে ২ মাস আটকে রাখা সেই কনস্টেবল আল-আমিন(২৮) গ্রেফতার সদর থানা পুলিশ।

সোমবার(২৫ সেপ্টেম্বর) সন্ধায় ঠাকুরগাঁও শহর এলাকা থেকে তাকে আটক করে গ্রেফতার দেখায় ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। আটক হওয়া কনস্টেবল আল আমিন ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন। তিনি পঞ্চগড়ের বোদা উপজেলার ডাবরডাঙ্গা এলাকার তৈবুর রহমানে ছেলে।

অভিযোগ ছিলো যে, ঠাকুরগাঁও সরকারি কলেকের প্রথম বর্ষের এক ছাত্রীকে ২ মাস আটকে রাখে কনস্টেবল আল আমিন ও তার বন্ধু রবিউল। ২৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় শহরের হাজিপাড়া এলাকার হিরণ ম্যাচ থেকে ভুক্তভোগী কিশোরীকে(১৯) উদ্ধার করে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে অপর আসামি রবিউল(৩২) আটক হয়। রবিউল ঠাকুরগাঁও সদর হাসপাতালে টেলি মেডিসিন পদে চাকুরী করতেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা রায়পুর ইউনিয়নের আব্দুল কাশেমের ছেলে।

ঘটনাকে কেন্দ্র করে ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর পিতা।

ঘটনার বিবরণে জানা গেছে, আল- আমিন কিশোরীকে প্রথমে প্রেমের ফাদে ফেলে। বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজার নিয়ে যায়। সেখানে ৫ দিন রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। কক্সবাজার থেকে এসেই কিশোরী জানতে পারে আল আমিন বিবাহিত। তার একটি সন্তানও রয়েছে। কিশোরী নিশ্চিত হয় সে প্রতারক। কিশোরী বাসায় ফিরে যেতে চায়। বার বার তাকে অনুরোধ করে। কিন্তু আল-আমিন ও রবিউল মেয়েটিকে আটকে রাখে। ২ মাস পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন স্থানে রেখে কিশোরীকে নির্যাতন করে আল-আমিন ও তার বন্ধু।

ভুক্তভোগী কিশোরীর পিতা বলেন, আল আমিন ও রবিউল আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ফাদে ফেলেছে। তাদের পরামর্শে মাস তিনেক আগে হঠাত একদিন আমার বাসায় গচ্ছিত থাকা ৮ লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিয়ে আমার মেয়ে পালিয়ে যায়। তারা আমার মেয়েকে কখনও রবিউলের বোনের বাসায়, কখনও মহিলা ম্যাচে, কখনওবা কক্সবাজার নিয়ে গেছে। প্রায় তিনটি মাস পর একটি মহিলা ম্যাচ থেকে পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করতে পেরেছি। আমি এই অন্যায় ও জুলুমের বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবির বলেন,সকাল টার সময় একটি মহিলা ম্যাচ থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরথেকেই কনস্টেবল আল আমিনকে গ্রেফতার করতে তৎপর হয় থানা পুলিশ। অবশেষে সন্ধার দিকে শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তানভীর হাসান তানু
ঠাকুরগাঁও

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং