ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কামরুজ্জামান বাহাদুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মানহানি মুলক ফেসবুকে পোষ্ট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাহাদুর বলেন ফেসবুক আইডি তে যারা পোষ্ট করেছেন, তারা আমার উপর উদ্দেশ্য মুলক ভাবে ও আমার মানহানি করতে এধরনের মিথ্যাচার পোষ্ট করেছেন। আমি কখনোই এমন নোংরা কাজের সাথে জড়িত নয়।আমি একজন সম্ভান্ত্র পরিবারের ছেলে, আমি বিবাহিত আমার সংসার রয়েছে আমার সংসারে বাচ্চা রয়েছে। আমি কেন খারাপ কাজে লিপ্ত থাকবো।
ফেসবুকে যে মিথ্যা পোষ্ট করা হয়েছে -একজন স্কুল ছাত্রী কে ধর্ষণ করার কথা, আমি খোজ খরব নিয়ে জানতে পারি যে, সেই মেয়েটা একজন খারাপ প্রকৃতির মহিলা, তাহার দুই টা বাচ্চা রয়েছে, গড দুবছর আগে ওই মহিলার মা দুই বাচ্চা রেখে পরপুরুষের হাত ধরে পালিয়ে বিয়ে করে অন্যত্র সংসার করে আসছেন ।
আমাকে মানহানি ও হয়রানি করতে এমন মিথ্যাচার প্রচারণা চালানো হচ্ছে। আমি এই সমস্ত মিথ্যাচার বন্ধ করতে সকলকে অনুরোধ করি। সেই সাথে এরকম মিথ্যা ও হয়রানি মুলক পোষ্ট করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।