মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে লক্ষীপুর জেলার শাকচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান।
তিনি বলেন, ‘ঢাকাইয়া আকবরকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে লক্ষীপুরের শাকচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।’
বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদ জব্বার সওদাগর বাড়ির মোহাম্মদ মঞ্জুরের ছেলে আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। শিবির ক্যাডার সাজ্জাদের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর আকবর নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজিসহ ৬/৭টি মামলা রয়েছে।