পেয়ার আলীঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নাছিয়া আক্তার ও তার ২ ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে |
২৭ সেপ্টেম্বর ( বুধবার) সকাল ৬ টার দিকে তাদের নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা
গতকাল দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা |উপজেলার তীরনই নদীর কাশিপুর এলাকার মিনি কক্সবাজার পশ্চিম পাশের ঘাট থেকে উদ্ধার করা হয় তাদের |মৃত ব্যক্তিরা কাশিপুর ( কাশিডাঙ্গা) গ্রামের রহিম উদ্দীনের বউ নাছিরা, ছেলে সামাউল ও সাফাত | এ ঘটনায় এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে |
ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম জানান- সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্যটি বের করা আইনি ব্যবস্থা নেয়া হবে