1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও দাপ্তরিক কাজের মানোন্নয়ন লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলন কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ফেসবুকে নারী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার থানায় অভিযোগ প্রশংসায় সুবাহ’র ‘কালকে টুনির বিয়া’ ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার আওয়ামী সরকারের ফ্যাসিষ্ট দোসর অধ্যক্ষ হিসেবে পদায়নে বতিলের দাবীতে মানববন্ধন পঞ্চগড়ে মাশরুম চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত ২৫ মার্চ কালো রাতকে হার মানিয়েছে শাপলা গণহত্যা – রাশেদ প্রধান

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় বৃদ্ধা মা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে

ঝড় প্রতিবেদন ।। জামালপুরের মেলান্দহে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন পিয়ারা বেগম নামে এক বৃদ্ধ মা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের সূর্যনগর এলাকায় নিজ বাড়িতে পিয়ারা বেগম ও তার প্রতিবন্ধী মেয়ে বুলবুলি বেগমকে ছেলে শাহিদুল ইসলাম ও তার স্ত্রী পারভীন আক্তার মারধর করেন।
এ ঘটনায় ওই দিন বিকেলে বৃদ্ধ মা পিয়ারা বেগম তার ছেলে শাহিদুল ও ছেলের বউ পারভীনের নামে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দেন।
খোঁজখবর নিয়ে জানা যায়, উপজেলার ঝাউগড়া ইউনিয়নের ঝাউগড়া সূর্যনগর এলাকার মৃত সালাম আকন্দের স্ত্রী পিয়ারা বেগম। সালাম আকন্দ ১৯৮৮ সালে অসুস্থ হয়ে মারা যান। তার এক ছেলে শাহিদুল এবং দুই মেয়ে শাহানা ও প্রতিবন্ধী মেয়ে বুলবুলিকে অন্যের বাড়িতে কাজ করে পিয়ারা বেগম মানুষ করেন। মেয়ে শাহানাকে বিয়ে দিয়েছেন। তবে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার ছোট মেয়ে বুলবুলির বিয়ে হয়নি।
পিয়ারা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমাকে ও প্রতিবন্ধী মেয়ে বুলবুলিকে কোনো কিছু হলেই আমার ছেলে শাহিদুল ও তার বউ পারভীন মারধর করে। আগেও ১০ বার মারছে। আজ সহ্য না করতে পেয়ে থানা আইছি। আজ সকালে মানুষের বাড়ি থেকে কাজ করে বাড়িতে আইছি। এ সময় আমাকে গালিগালাজ শুরু করে। পরে প্রতিবন্ধী মেয়েডা বলছে গালাগালি না করতে। এ কথার পরেই মেয়েকে ঘুষি মেরে চুল ধরে ঘর থেকে বের করে। পরে আমাকেও মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। হেঁটে অনেকক্ষণ আইছি, গাড়ি আলারা গাড়িতে তুলতে চায় না। তারপর ১০ টাকা গাড়ি ভাড়া দিয়ে থানায় আইছি, জীবনে থানাও চিনি না, আজ আইছি প্রথম। আমারে আর প্রতিবন্ধী মেয়েকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে বার বার ঘরে তালা মারে। কোনো কিছু হইলেই চুল ধরে পারভীন আমাকে ও মেয়েকে মারে।
সূর্যনগর এলাকার বুলবুল নামে একজন ঢাকা পোস্টকে বলেন, কোন কিছু হলে প্রতিবন্ধী মেয়েটাকে ও পিয়ারা বেগমকে মারধর ও নির্যাতন করে। ছেলেটাকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছেন পিয়ারা। ছেলে তার মাকে অনেক আগে থেকেই কোনো খরচাপাতি দেয় না। আমরা এলাকার লোকজন বসে ছিলাম তবুও তার ছেলে কোনো কিছু মানে না।
এ বিষয়ে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, পিয়ারা বেগম নামে এক নারী ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ‌ এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং