বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঋণের বোঝা সইতে না পেরে কাসেম আলী (৪৬) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর চেয়ারম্যানপাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
কাসেম আলী ওই গ্রামের মৃত হাপা মোহাম্মদের ছেলে। স্ত্রী ও ৪ পুত্র সন্তান রয়েছে তাঁর। এরআগে ভোরবেলা নিজের বাড়ীর বারান্দায় ছাউনি দেওয়া বাঁশের সাথে গলায় দড়িয়ে আত্মহত্যা করেন কৃষক কাসেম আলী।
পরিবারের বরাত দিয়ে চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বাবু আজকের পত্রিকাকে বলেন, অনেক টাকা ঋণ ছিল কাসেম আলীর। সম্প্রতি স্ত্রীর জমি বিক্রি করে ১৫ লাখ টাকা ঋণ পরিশোধ করেছে। ওই পরিশোধ করার পর আরও ৭ লাখ টাকা ঋণ রয়েছে তাঁর। এসব টাকা পরিশোধের কোন উপায় না পেয়ে তিনি এ কাজ করেছেন বলে পরিবার বলছে।
চেয়ারম্যান আরও বলেন, জুয়া খেলায় আসক্ত ছিলেন কাসেম আলী। আবাদী জমি দেখিয়ে টাকা নিয়ে জুয়া খেলে এসব ধার-দেনা করেছেন তিনি। পাওনাদের চাপে তিনি এ পথ বেছে নিয়েছেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের লোকজন বলছে ধার-দেনা পরিশোধে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং