-------শাহ সাবরিনা মোয়াজ্জেম -------
এক/
দু-হাত সপ্ত আকাশে উত্তোলন করে
মোনাজাত শেষ করেই
তৃতীয় হাতের কারসাজি হলো
—অজুহাত!
এই তৃতীয় হাতের কারসাজি অদ্ভুত!
কাহিনী অনেক লম্বা—!
আপাতত সেই বৃত্তান্ত বাদ!
বিনীত নিবেদন হে ঈশ্বর,
আমার কবিতার কমেন্টে কেউ কেউ লিখে
নারী ধর্ষন এখন আর নেই —!
নারী নির্যাতন এখন আর নেই—!
তবুও কেনো আমার নারী নিয়ে এতো লম্ফঝম্প—!
হে ঈশ্বর,
অতীত কি ভুলে যাবো?
অতীত থেকে কি শিক্ষা নেবোনা
হে পারওয়ারদিগার—!
চোখে রং লাগিয়ে দেখবো
সপ্ত আকাশের ঘরময় সেলাই করে
একটা আব্রু বানিয়েছি!
ক-জন ক- দেশ পারে স্বদেশের মতো
এতো সুন্দর আয়োজন
কষে বাঁধতে—!
"বজ্র আটুনি ফস্কা গেড়ো"
ভুলে গেলে হবেনা দয়াময়!
তোমার ত্রি-নয়ন কোথায় হে দুর্গা?
শরত কাঁপিয়ে এসেছো শান্তির বার্তা
নামিয়ে ধ-রায় —
শর্ষে শৌর্যে বীর্যে—.!
রাহুর কবল থেকে উদ্ধার করো
অসুর বিনাশ করো
যা করার করো নয়তো
ঈস্রাফিলের শিংগায় ফুঁ দিতে বলো।
দুই/
আনমনে বিকিনি খুলে দিগম্বর হয়েছি
তুমি দেশ ছেড়ে দেশ হারা হয়েছো
অমৃত অমরত্ব তোমার কাছেই থাকুক।
অদৃশ্য সার্টারে ধরে রেখেছি দৃশ্যত গ্লাস!
কাগুজে বাঘ জেগে উঠলো
অযাচিত হস্তমৈথুনে—!
জিপারের উপর পর্দা ফেললো
পর্দার নীচে অনেক কিছু
কেননা—শিরদাঁড়ায় শবচ্ছেদের
করুন আর্তি—!
পঁচনের গন্ধে থিতু হয়ে আসে
হিসহিসিয়ে—সাপের ফণা!
যা অপ্রেমে গুড়িয়ে দিই
ভ্রুণের শষ্যের মিহিদানা—!
সাঁজোয়া ভবনে
পতিত দালালেরা—ইঁতিউঁতি করে!
হারাম পানি আর কাঁচা মাংস ভক্ষণ
আর কতো ঈশ্বর—!
আর কতো সইবো ঈশ্বর—?
তবুও গলা খাকড়ি দিয়ে বলতে হবে
নারী ধর্ষিত এখন আর হয়না—!
নারী নির্যাতন এখন আর হয়না—!
তিন/
জীবন ও মানুষিকতার
বিচিত্র দৃশ্যের অনুসঙ্গ হলো ভালোবাসাবাসি—!
ত্রিপল চক্ষুর হরিণ শাবক আমি নই—
পরান্তে আমি ঝুনা নারিকেল—!
শকুনের খোঁয়াড়ে যেতে চাইনি বলে
আপাদমস্তক ঢেকেছি কালো কাপড়ে!
কালো কাপড় হলো এক ধরনের প্রতিবাদ!
নিসর্গ শান্তিতে পরিপুষ্ট হয়
যখন বসে—আল্পনায় কল্পনায়
কলংকহীন বিস্তারে স্বপ্নজাল বুনি!
গুনগুনে রাতের শহর আঁকি
কষে বাঁধি শব্দময় কবিতার বাক্য!
আর ভাবুক হৃদয় নিয়ে—তোমাতে বিলীন হই—…!
দেখো তুমি—অধরা ঠোঁটের
বিভা কেঁপে উঠলো—
ছায়ার বেস্টনি পার হয়ে তোমার
শার্টের বোতামে গেঁথে যায় চুল
তখন ধীরে ধীরে তোমার বুকে
বিলীন হতে থাকি—ইচ্ছের সমুদ্রে!
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং