-------------- রিতু নুর --------------
অনলাইনে মানুষকে দেখলে
মনে হয় কত না জানি সুখী,
মেসেঞ্জারে গেলে বুঝা যায়
তাঁরাই আবার দুঃখী।
কেউ বলে আমার ঘরে বউ অসুস্থ,
কেউ বলে নাই,
কেউ বলে আমার কিছু
টাকা ধার চাই।
কেউ বলে আমায় একটা
শার্ট কিনে দাও,
কেউ বলে আমাকে
প্রাইভেট সেক্রেটারি করে নাও।
তাইতো আমি ভয়ে
মেসেঞ্জারে যাই না,
সত্যি বলছি অন্তর থেকে
মেসেঞ্জার আমি চাইনা।
অনলাইনে আমার কাটে ভাই
অল্প কিছু লিখে,
মেসেঞ্জারটা মনে হয় একেবারে ফিকে।
জানিনা এভাবে মন
কতদিন অনলাইনে টিকে।
ইদানিং আবার সময় অসময়ে
লাইফ লাইন দেখতে যাই,
লাইলি মজনুর প্রেম প্রীতি সব দেখতে পাই।
মানুষের কাঁচা খাদ্য খাবার
খেতে দেখে বড্ড হাসি লাগে,
এসব দেখে নিজের
খাওয়ার রুচি কোথায় যেন ভাগে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং