ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন বীরমুক্তিযোদ্ধা সাবেক এমপি খাদেমুল ইসলামের ছেলে সাবেক ছাত্রনেতা শাহেদুল ইসলাম সাহেদ।
শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের চামেশ্বরী মহেনপাড়া গ্রামে নিহত দুই শিশুর পরিবারের সাথে দেখা করেন তিনি। এসময় পরিবারের হাতে নগত অর্থও তুলে দেয়া হয়।
সেই সাথে নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারটিকে যেকোন সহায়তার আশ্বাস দেন সাহেদ।
নিহত দুই শিশু সম্পদ কুমার (৭) ও মহারানী (৪) চামেশ^রী মহেনপাড়া গ্রামের দয়াল চন্দ্র বর্মন ও ইতি রাণী দম্পতির সন্তান। এর আগে ১৬ সেপ্টেম্বর বাসার পাশে পুকুরে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়।
এসময় সাবেক ছাত্রনেতা শাহেদুল ইসলাম সাহেদ বলেন,আমি প্রত্যেক মানুষকে ভালোবাসি। দল-মত নির্বিশেষে সবার পাশে থাকতে চাই। নিহত ওই শিশু’দুটির পরকালে শান্তি চেয়ে সবার কাছে দোয়া চান তিনি। সেই সাথে আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সকলকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং