--------- রিতু নুর----------
তোমাকে দেখতে গিয়ে
দেখলাম সোনার হরিণ,
বসতে বসতে ক্লান্ত আমি
হয়ে গেলাম বোরিং।
এক পেয়ালা ছুপ আর এক পানি,
হৃদয়খানা নিয়ে গেল
কেউ যেন টানি।
কি চমৎকার দেয়ালে আঁকা
বিচিত্র রংয়ের মেলা,
শুকনো নদীতে মাঝি
ভাসিয়ে দিচ্ছে ভেলা।।
কাশবন বাঁশবন ভাত শালিকের ছবি,
ঐ দুরে দেখা যায়
আবছা আলোর রবি।
বসে বসে লিখলাম কিছু
আমি যে কবি।
উঠলো হঠাৎ সন্ধ্যাবাতি জ্বলে
অবশেষে তুমিও এলে চলে।
ততক্ষণে মনের কোণে
মেঘ বৃষ্টি ঝড়,
ভেঙে-চুরে হৃদয় কখন হয়ে গেছে নড়বড়।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং