ডেস্ক রিপোর্টঃ মামলার অভিযোগ সূত্রে জানা যায় ঠাকুরগাঁওয়ে যৌতুকের টাকার দাবিতে শাহনাজ পারভীন (২৯)নামে এক গৃহবধূকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গোলা চেপে সারুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ৪ অক্টোবর (সোমবার)২০০০ সালের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন আইন(সংশোধী/০৩)এর গ/৩০ধারায় বিশেষ ট্রাইব্যুনাল ঠাকুরগাঁওয়ে এ অভিযোগ করেছেন আহত গৃহবধূ।
অভিযোগে জানা যায় গত ০৯/০২/২০১২ইং সালে শরিয়ত মতাবেক বিবাহ হয় গৃহবধু শাহনাজ পারভীনের বিয়ের পর তার অরশে তিন সন্তান এর জন্ম হয়, আসামি টাকা লোভী এবং টাকার জন্য বার বার ধরে মারেন এবং বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করে, এবং কী শাহনাজ পারভীন এর উপর নেমে আছে ৩ লক্ষ টাকা যৌতুকের চাপ। ওই গৃহবধূর পরিবার গরিব হওয়ায় টাকা না দিতে পারলে শাহনাজ পারভীন কে মেরে ফেলার চেষ্টা চালান তার স্বামী রেজাউল করিম সহ তার পরিবারের লোকজন।
গৃহবধু গত ২ অক্টোবর থেকে ০৩ অক্টোবর পর্যন্ত ঠাকুরগাও ২৫০শয্য হাসপাতালে ভর্তি থাকেন। পরবর্তীতে কিছুটা সুস্থ হলে শাহনাজ পারভীন ঠাকুরগাঁও জেলা আদালতে এসে স্বামীসহ ৩ জনের নামে মামলা করেন।
এ বিষয়ে গত০২ অক্টোবর সদর থানায় অভিযোগ করিলে তারা আদালতে মামলা করার পরামর্শ দেন।
সে পেক্ষিত ৪ অক্টোবর ইং তারিখে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল ঠাকুরগাঁও আাদালতে এ মামলা দায়ের করেন।
বর্তমানে গৃহবধূ তার বাবার বাসায় কষ্টে জীবন যাপন করছেন বিচারের দাবিতে দিন পার করছেন শাহনাজ পারভীন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং