পঞ্চগড় প্রতিনিধি।। ‘ পঞ্চগড়ের আটোয়ারীর আলোচিত সয়ন হত্যা মামলার মুল আসামীকে গ্রেপ্তার করেছে আটোয়ারী থানা পুলিশ। বৃহস্পতিবার আটোয়ারীর আলোচিত ঘটনার মুল অসামী গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আটোয়ারী উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে স্থানীয় যুবক সামিউল ইসলাম সয়নকে চা খাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় ঠাকুরগাওয়ের যুবক মুন্না ও মাসুদ রানা শুভ। পরে তাকে ঠাকুরগাঁও জেলার রুহিয়ার উদ্যেশে নিতে শুরু করে তারা। পথিমধ্যে আটোয়ারী উপজেলার কোনপাড়া এলাকায় পৌঁছলে তাদের মধ্যে মোটরসাইকেলেই বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সয়নের মাথায় আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া হয়। পরে গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সয়নের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও আটোয়ারী থানার তদন্ত ওসি মো. সোয়েল রানার নেতৃত্বে আসামী ধরতে একটি টিম অভিযানে নামে। পরে হত্যাকান্ডের ৩৪ দিনের মাথায় মামলার অন্যতম আসামী মাসুদ রানা শুভকে (২২) গেল মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের আশুলিয়া থানা এলাকা থেকে র্যাব ৪ এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামী মুন্নাকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
এ সময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, বিশেষ গোয়েন্দা শাখার প্রধান মোক্তারুল ইসলাম সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং