পঞ্চগড় প্রতিনিধি।। পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নে সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি।
বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রাণী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুণ কুমার রায় বক্তব্য দেন। এতে বেংহারী বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকার সামাজিক সুরক্ষার আওতায় এক হাজারের বেশি সুবিধাভোগী উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে , এই ইউনিয়নে নয়টি ওয়ার্ডে বয়স্ক ভাতা ১০৬৫ জন, বিধবা ভাতা ৪৩০, মাতৃত্বকালীন ২৪০, প্রতিবন্ধী ভাতা ৩২৩ জন, ভিজিএফ এক হাজার ৪৭৬ জন, ভিডব্লিউবি ভাতা ২৮৩ জন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এক ১২৬ জন, টিসিবি এক হাজার ৬৭১ জন ও ইজিপিপি ভাতা ৮৬ জন রয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি জানান, এই ইউনিয়নের সাত হাজারের বেশি মানুষ সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন প্রকার ভাতা সুবিধা গ্রহণ করেন। ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে, এলাকায় যত বিধবা আছে, যত বয়স্ক আছে, যত প্রতিবন্ধী আছে, সবাই অনলাইনে দরখাস্ত করুক। দরখাস্ত করলে অচিরেই এরা সকলেই সরকারি ভাতার আওতায় আসবে। সুবিধাভোগীদের সতর্ক করে তিনি বলেন, 'সুন্দর নারী কন্ঠের কেউ যদি বলে, আমি বিকাশ থেকে বলছি, আমি নগদ থেকে বলছি, টাকা ঢুকার কথা বলে, ফোনের সমস্যার কথা বলে, তারা পিন নাম্বার চাবে। এরা কিন্ত প্রচারক চক্র। আপনারা ভুলেও অন্য কাউকে যদি পিন নাম্বার দেন, তাহলে আপনার টাকা তারা হ্যাকিং করে নিয়ে যাবে।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং