——————–মোঃ আবু তাহের
মনডা আইজ খুবেই খারাপ
আর না কহিস মিয়া,
তরকারির হাটত গেননু
ফাটে গেল মোর হিয়া।
আশি টাকা দে কিননু ঢেরশ
মুলাই কিননু ষাইট,
মাথাডা মোর ঘুরেই যাছে
কাইল লিবা হবে পাইট!
পঁচাত্তর টাকা বেগুন কেজি
এইলা কাথা রে ভাই!
বেরছানি ডা ফের কহে পাঠাল
বাড়িত নাকি পিঁয়াজ নাই।।
কি যে করিম রে দোস!
মাথাডাত কিছু খেলেইনি,
কাঁচো মরিচ নি লিম আইজ
বাড়িত কোহোম মিলেই নি।
আলু পঞ্চাশ টাকা কেজি
জীবনোও নি শুনু,
হাটত আগুত একশো টাকায়
ব্যাগ ভরে আনছিনু।
তাহু কেনভা মনডার সান্ত্বনা
কৃষকলা তো দাম পাছে,
উসমা ভেলা কুন কালে ফের
গতরটাত সুখ দিছে!
শুনরে সব গিরোস ভাই
বাড়ায় দোও রে আবাদ,
বেশি ফলাও টাকা গেনাও
কৃষক জিন্দাবাদ।।
( হামার ঠাকুরগাঁও এর আঞ্চলিক ভাষা এইলা। বুঝলে বুঝো, নি হলে মুড়ি খাও।)