পঞ্চগড় প্রতিনিধি :জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা পঞ্চগড় জেলা শাখার যুব জাগপার আয়োজনে একদফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা জাগপা,জেলা যুব জাগপা,পৌর জাগপা,সদর উপজেলা জাগপা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। রোববার সন্ধ্যায় বকুলতলা দলীয় কার্যলয় হতে এক বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল টি এসে শেষ হয়। এসময় বক্তারা বলেন দফা এক দাবী এক শেখ হাসিনার পদত্যাগ। এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জোর দাবী জানান দলটির নেতারা।আজ সাধারণ মানুষ বেঁচে থাকার তাগিদে জীবন যুদ্ধে নেমেছেন,প্রতিনিয়ত করে চলেছেন সংগ্রাম। জীবন যুদ্ধে তারা আজ দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিওরা পথে বসেছে।আগামী ২৪ সালের নির্বাচন আর একতরফা ভাবে করার কোন সুযোগ নেই।আজ জনগণ জেগে উঠেছে আওয়ামিলীগ কে আর ক্ষমতায় দেখতে চায়না দেশের মানুষ।আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের কোন বিকল্প নেই সরকারের হাতে।তাই অবিলম্বে সংসদ ভেঙ্গে বিলুপ্ত ঘোষনা করুন।এক দফা দাবী আদায়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি যুব জাগপা পঞ্চগড় জেলা শাখা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। যতই মামলা হামলা করবেন যুব জাগপা ততই আরো শক্তিশালী হয়ে উঠবে।কঠিন ইস্পাতের মত রাজপথে দাঁড়িয়ে থাকবে জেলা যুব জাগপা।এসময় পঞ্চগড় জেলা যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব সভাপতিত্ব করেন।বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন এটি এম তৌফিক হোসেন (মুসা),যুব নেতা কামাল পাটোয়ারী, কামরুজ্জামান(কুয়েত),মাহমুদার রহমান (মোহাব্বত),নাজমুল হক প্রধান,যুব নেতা আবু সালেক,যুবনেতা মকসেদ খাঁন,আরিফ হোসেন প্রমুখ।