রাণীশংকৈল প্রতিনিধি ।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এএসপি সার্কেল রেজাউল হকশনিবার গভীর রাতে দুই চোরকে ধাওয়া করে গ্রেপ্তার করেন ।
গ্রেফতারকৃত চোরেরা হলেন উপজেলার বাঁশনাহার গ্রামের শাহ আলমের ছেলে এবং সাইরুল নেকমরদ ভকরগাঁও গ্রামের সাহাজাতের ছেলে। এরা দু'জন সক্রিয় চোর বলে পুলিশ জানায়।
থানা সূত্রে জানাযায়, গত ১৪ অক্টোবর শনিবার রাত সাড়ে তিন টায় পৌরশহরের শান্তিপুর এলাকায় একটি দোকানের টিন কেটে চুরি করার সময় পাশের দোকান মালিক টের পায়, ইতোমধ্যে এএসপি সার্কেলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালেচোরেরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এএসপি সার্কেল মো: রেজাউল হক তাদেরধাওয়া করে ঘুঘুডারা নামক স্থান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
একদিন জিজ্ঞাবাদের পর সোমবার ১৬ অক্টোবর সকালে তাদের ঠাকুরগাঁও আদালতেপ্ররণ করেন। জিজ্ঞাবাদে চোরেরা কিছু দিন আগে পৌর শহরের আবাদ তাকিয়ামাদ্রাসা মৌড়ে দুটি দোকানে চুরির ঘটনার কথা স্বীকার করেন। এছাড়াও ঘটনার দিন রাতে হরিপুর উপজেলার ঠাকিঠুকি মৌড় এলাকায় একটি স্বর্ণেরদোকানে থেকে কিছু রুপা, টাকা ও সোনা ভেবে এমিটেসনের অলংকার চুরিরকথাও স্বীকার করেন।রাণীশংকৈল থানার এএসপি সার্কেল মোহা: রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত
করে বলেন, এরা দুজন সক্রিয় চোর। চুরির ঘটনায় দুই চোরের বিরুদ্ধে প্যানেলকোর্টের ৪১১ ধারায় মামলা করা হয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং