নিজস্ব প্রতিবেদক।। লক্ষ্মীপুরে হাঁটতে বের হয়ে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন শেফালি বেগম (৪৩) নামে এক গৃহবধূ। রোববার (১৫ অক্টোবর) দুপুর পর্যন্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এর আগে বুধবার (১০ অক্টোবর) ভোরে লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে হাঁটতে বের হয়ে তিনি নিখোঁজ হন।
ঘটনা তদন্তে রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা ও সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
নিখোঁজ শেফালি লাহারকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাঁদখালী গ্রামের নাজিম উদ্দিন সর্দার বাড়ির মফিজুল ইসলামের স্ত্রী।
শেফালির স্বামী মফিজুল ইসলাম ও মেয়ে তানিয়া আক্তার জানান, শেফালি ডায়াবেটিসের রোগী। প্রতিদিন ভোরে তিনি নামাজ পড়ে হাঁটতে বের হতেন। বুধবার ভোরেও তিনি নামাজের পর হাঁটতে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তার সন্ধানে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। একইদিন রাতে সদর মডেল থানায় মফিজুল ইসলাম একটি নিখোঁজ ডায়েরি করেছেন।
তানিয়া আক্তার বলেন, আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। দেরি হলেও প্রতিদিন বাড়ি ফিরতো। কিন্তু গত ৫ দিন ধরে তিনি বাড়ি ফেরেননি। আমার মা ডায়াবেটিসের রোগী, নিয়মিত মেডিসিন নিতে হয়। কোথায় আছেন, কেমন আছেন তিনি, তার জন্য দুশ্চিন্তা হচ্ছে।
শেফালির ভাই আব্দুল মান্নান বলেন, শেফালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে আমি এসেছি। অনেকদিন হয়েছে আমাদের বাড়িও যায়নি। তার ছোট সংসার। কারো সঙ্গে দ্বন্দ্ব ছিল বলেও শুনিনি।
শেফালির স্বামী মফিজুল ইসলাম বলেন, শেফালিকে বিভিন্ন স্থানে খুঁজেও পাইনি। অসুস্থ মানুষ, কোথায়-কিভাবে আছে, পরিবারের সবাই তাকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। কেউ তাকে কোথাও দেখলে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইলো।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা বলেন, শেফালি নামে একজন নারী নিখোঁজ রয়েছেন। অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। ঘটনার তদন্ত চলছে
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং