বিনোদন প্রতিবেদক।। শোবিজ অঙ্গনে প্রায়ই তারকাদের সংসার ভাঙনের খবর শোনা যায়। বিশেষ করে, নায়িকাদের বিবাহ বিচ্ছেদ যেন সবসময়ই আলোচনার সৃষ্টি করে ভক্তদের মাঝে। ফলে অনেক সময়ই নেটিজেনদের টিপ্পনি মেরে এটা বলতে শোনা যায়, ‘নায়িকাদের সংসার টেকে না’।
কিন্তু কেন এমনটা হয়? সম্প্রতি সে বিষয়েই নিজের মত প্রকাশ করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘অন্তরা’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে নায়িকাদের সংসার না টেকার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।
যেখানে ফারিয়া বলেছেন, ‘আজ সারাদিন ভাবলাম, নায়িকাদের সংসার কেন টিকে না। আমি আমার মতামত দিচ্ছি, কারো দুঃখ লাগলে দয়া করে ক্ষমা করবেন। নায়িকা হলো স্বপ্নের মানুষ। স্বপ্নে তার হাত ধরে ঘোরা যায়, সংসার করা যায়, আকাশ ছোঁয়া যায়। লুতুপুতু প্রেম করা যায়, তার কথা ভাবতে ভাবতে অনেক কিছুই পুরুষরা করে; ওইটা আর নাই বললাম থাক!’