বেলাল হোসেন ঠাকুরগাঁও থেকে।। দরজায় কড়া নাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই পূজাকে ঘিরে এখন চলতেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠাকুরগাঁয়ের পূজা মন্ডপ গুলোতে এখন সাজ সাজ রব। রাত দিন এক করে কাজ করছে কারিগররা। স্বর্গ লোক থেকে মর্ত্যলোকে আসছে দেবীদুর্গা । প্রতিবছর এই দুর্গাপুজোকে ঘিরে ঠাকুরগাঁওয়ে প্রতিটি মন্ডপে ব্যাপক সাজসজ্জার আয়োজন করা হয়। প্রতিবছর ন্যায় দুর্গাপুজোকে কেন্দ্র করে এখন ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পী আর আলপনা শিল্পীরা। মন্ডপগুলো রঙিন করে সাজিয়ে তুলতে সমান তালে চলছে লাইট ও ডেকোরেশনের কাজ। রাত দিন এক করে কাজ করছে এইসব কারিগররা। বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত করা হচ্ছে দেবীকে। এ বছর জেলায় মোট ১৬১ টি পূজা মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, সেই সাথে প্রতিটি মন্ডপে নিরাপত্তা নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। আগামী ২১ শে অক্টোবর সপ্তমী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকতা যা ২৪ শে অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।