রহিম শুভ ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতাধীন উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে (১৮ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভাটি অনুষ্ঠিত হয়।
আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
অরুনাংশু দত্ত টিটো বলেন, দেশের অসহায় ও দুস্থ মানুষরা যাতে সুন্দরভাবে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে পারে সেজন্য আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে। বিনামূল্যে গৃহায়ণ দিয়েছে। আর এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার কারণই হচ্ছে দেশের মানুষের কল্যাণে কাজ করা। তাই করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে আপনারা এইসব ভাতা থেকে বঞ্চিত হবেন। তাই এসব সুযোগ সুবিধা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকার দরকার। এজন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় আওয়ামী লীগ সরকার গঠন করার জন্য সকলকে আহবান জানাচ্ছি।
তিনি বলেন, সেই সাথে আমি ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করার জন্য দলের কাছে মনোনয়ন চাইব, দল থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়াও দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয় তাহলে আমিসহ সকলেই একসাথে কাজ করে তার বিজয় নিশ্চিত করব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার দাস, আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুষার। এছাড়াও আক্চা ইউনিয়ন পরিষদের সদস্য শামীম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিদারুল আলমসহ ইউনিয়ন পরিষদের পুরুষ ও নারী সদস্য এবং উপকারভোগী বেশ কয়েকজন।
অপরদিকে বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক সুরক্ষার আওতাধীন উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
উল্লেখ্য, আকচা ইউনিয়নে ৪৭০০ জনকে বয়স্কভাতা, বিধবাভাতা, ভিজিডি, টিসিবি সহ বিভিন্ন ভাতা পেয়ে থাকেন। এছাড়াও শুখানপুকুরী ইউনিয়নে প্রায় সাড়ে ৭ হাজার মানুষ সরকারি বিভিন্ন ভাতা গ্রহণ করে থাকেন।