মোঃ মামুন হোসাইন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ“শেখ রাসেল দ্বীপ্তময়,নির্ভীক নির্মল র্দুজয়”-এই শ্লোগান নিয়ে পটুয়াখালীতে নানান কর্মসূচিতে শেখ রাসেল এর ৫৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
১৮ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ট পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শেখ রাসেল ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আহমেদ মাইনুল হাসান, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.গোলাম সরোয়ারসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এছাড়াও শেখ রাসল শিশু পার্কের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।