1. info@www.dailyzhornews.com : দৈনিক ঝড় :
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আটোয়ারী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি জাহেদ, সম্পাদক দুলাল জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত অপারেশন ডেবিট হান্ট নলছিটিতে গ্রেফতার -২ নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  রায়পুরা মরজালে মাদক ব্যবসায়ী বাধা দেওয়ায় উপজেলা তাতীদলের সদস্য সচিব সহ আহত ২ চাটমোহর থানায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আটক ৪জনকে জেল হাজতে প্রেরণ প্রচন্ড গরমে অতিষ্ঠ ঠাকুরগাঁওয়ের জনজীবন ঠাকুরগাঁওয়ে কৃষকদের নিয়ে বায়োলিডের মাঠ দিবস অনুষ্ঠিত মাটি কাটার গর্তে গোসল করতে নেমে প্রাণ হারাল শাওন নামের এক কিশোর

ঠাকুরগাঁও ২ আসনে জনতার পছন্দ অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।ঠাকুরগাঁও-২ আসনে এবার তরুণ মুখ হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজনকে চাইছেন তৃণমূলের ভোটাররা। তৃণমূল পর্যায়ে খোঁজখবর নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে মাঠে নেমেছেন মনোনয়নপ্রত্যাশীরা। টানা পাঁচবার আওয়ামী লীগের দখলে থাকা ঠাকুরগাঁও-২ আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকেই। তবে বিগত নির্বাচনগুলোর ফলাফলের পরিসংখ্যান আর বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় জনপ্রিয় প্রার্থী মনোনয়ন না পেলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার আংশিক কাশিপুর, ধর্মগড় ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-২ আসন। এই আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ দবির ইসলাম এমপি। তিনি প্রথম দুবার কমিউনিস্ট পার্টি এবং পরবর্তী পাঁচবার আওয়ামী লীগের হয়ে এই আসনে নির্বাচন করে জয়ী হন। ভোটের জাদুকর হিসেবে পরিচিত এই সংসদ সদস্য দীর্ঘদিন থেকে শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় নির্বাচনী এলাকায় তার অনুপস্থিতি লক্ষণীয়। তবে তার জ্যেষ্ঠ পুত্র মাজহারুল ইসলাম সুজন এই ঘাটতি পূরণ করেছেন বলে মতামত ব্যক্ত করছেন এই আসনের ভোটাররা।

সুজন পরপর দুইবার ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া স্থানীয় সমিরউদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা সুজন সাংগঠনিক দক্ষতায় এই আসনের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে যেমন নিবিড় যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন তেমনিভাবে দলীয় নেতাকর্মীদেরকে নির্বাচনমুখী করে প্রস্তুতও করেছেন।
এদিকে ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, নিয়মিত উঠান বৈঠক আর কর্মিসভার মাধ্যমে প্রতিটি গ্রামে-পাড়া-মহল্লায় সুজন দারুণভাবে সক্রিয় রয়েছেন। এ ছাড়াও এলাকার মানুষের নানা সংকটে তিনি সবসময় পাশে দাঁড়ান বলে সুনাম রয়েছে। বিশেষ করে মহামারি করোনার ভয়াবহতার সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া, কর্মহীন জনগণ ও নেতাকর্মীদের পাশে দাঁড়ানো, আর্থিক সহায়তা করা এমনকি হটলাইন নাম্বার চালু করে সহযোগিতার ব্যবস্থা করার কারণে গরিব, দুস্থ, অসহায় এবং নেতাকর্মীদের পাশে থাকার কারণে সর্বজন সমাদৃত। দুঃসময়ে তার এরকম মানবিক পদক্ষেপের ফলে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং