--------রিতু নুর---------
সূর্যের রাঙা হাসিতে কাছে যাই
ভালোবাসিতে।
আমায় দেখে সূর্য মামা ভাগে,
মনের মধ্যে ভিশন
ক্ষোভ জাগে,,
মুখ ফিরিয়ে নিলাম তাই রাগে।
দিন শেষে
গোধূলি যখন লাল,
দেখলে মনে হয় সে ভিশন টাল
তারও আছে ঘারে
দায়িত্ব অনেক,
সারাদিন করেছে সেই দায়িত্ব পালন
এখন সে থাকতে চায়
একবারে এলোন।
ঐযে আকাশ সূর্য মামার বাড়ি
পায়ে হেঁটে যাচ্ছে চলে,
নেই তার গাড়ি
যাচ্ছে ছুটে খুব তারাতাড়ি।
সারাদিন নিজেকে
পৃথিবীর মাঝে বিলিয়ে দিয়ে,
যাচ্ছে ফিরে নিজ সত্তাটুকু নিয়ে।
সূর্য মামা এই পৃথিবীকে
রক্ষা করার মস্তবড় একটা সৈনিক
ভোর শেষে আলো হাতে উঠে সে দৈনিক।।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং